ঢাকা     বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩১

মার্চ পর্যন্ত শান্তদের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৩, ৫ নভেম্বর ২০২৪   আপডেট: ২২:৩২, ৫ নভেম্বর ২০২৪
মার্চ পর্যন্ত শান্তদের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন 

জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে যুক্ত হলেন মোহাম্মদ সালাউদ্দিন। নাজমুল হোসেন শান্তদের সিনিয়র সহকারী কোচ হিসেবে কাজ করবেন দেশসেরা এই কোচ। ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ মঙ্গলবার (০৫ নভেম্বর) রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড। দুই দশকের অভিজ্ঞতা সম্পন্ন সালাউদ্দিন এর আগে ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত সহকারী ও ফিল্ডিং কোচ হিসেবে টাইগারদের সঙ্গে কাজ করেছেন। ১৪ বছর পর আবার যুক্ত হলেন লাল-সবুজের দলের সঙ্গে।

বিশেষজ্ঞ কোচ হিসেবে জাতীয় ক্রিকেট একাডেমিতেও কাজ করেছেন সালাউদ্দিন। ২০১৪ সালে সিঙ্গাপুরের প্রধান কোচ হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। সালাউদ্দিনের এসিসি-ক্রিকেট অস্ট্রেলিয়ার লেভেল-থ্রি সার্টিফিকেট রয়েছে। তাকে স্থানীয় কোচদের মধ্যে সবচেয়ে সফল কোচ হিসেবে গণ্য করা হয়। তার ঝুলিতে জমা আছে সর্বোচ্চ চারটি বিপিএলের ট্রফি। 

আরো পড়ুন:

বিসিবি সভাপতি ফারুক আহমেদ মনে করেন সালাউদ্দিনের নিয়োগ সর্বোচ্চ স্তরে পৌঁছানোর জন্য দেশীয় কোচদের পথ আরও সহজ করবে, ‘আমি যখন বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করি, আমি জাতীয় দলের কোচিং প্যানেলে অবদান রাখার জন্য যোগ্য প্রার্থীদের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। প্রতিভা ও অভিজ্ঞতার সম্ভার মিলিয়ে সালাউদ্দিন ছিলেন একজন আদর্শ প্রার্থী।  আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখন সময় এসেছে আরও দক্ষ বাংলাদেশি কোচদের কোচিং প্যানেলে একত্রীভূত করার।’

বাংলাদেশ আগামীকাল থেকে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বে। এই সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে। এই সফরে দুটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে। সালাউদ্দিন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে শান্তদের সঙ্গে কাজ শুরু করবেন। 

রিয়াদ/আমিনুল/এনএইচ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়