ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

ফ্রান্সের দল ঘোষণা, এবারও নেই এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৩, ৭ নভেম্বর ২০২৪   আপডেট: ২৩:০৪, ৭ নভেম্বর ২০২৪
ফ্রান্সের দল ঘোষণা, এবারও নেই এমবাপ্পে

গেল মাসে উয়েফা নেশন্স লিগের ম্যাচের আগে ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় দলে জায়গা পাননি কিলিয়ান এমবাপ্পে। এবার অবশ্য তিনি পুরোপুরি ফিট। কিন্তু এই মাসে ইসরায়েল ও ইতালির বিপক্ষের ম্যাচকে সামনে রেখে দিদিয়ের দেশম আজ বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দল ঘোষণা করেছেন। সেই দলেও অবশ্য রাখেননি এমবাপ্পেকে।

এবার অবশ্য না রাখার কারণ ভিন্ন। অক্টোবরে সুইডেনে খেলতে গিয়েছিলেন রিয়াল তারকা। সেখানে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে একটি মামলা হয়েছে। যদিও এমবাপ্পে এই ঘটনা অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। কিন্তু কোচ দেশম এমবাপ্পেকে বলেছেন নির্দোষ প্রমাণিত হয়ে আসতে।

এমবাপ্পেকে না রাখার কারণ জানতে চাইলে দেশম বলেন, ‘সিদ্ধান্ত নেওয়া আমার দায়িত্ব। আমার মনে হয়েছে তাকে ছাড়াই ভালো। এ বিষয় নিয়ে আমি কোনো তর্ক করতে চাই না। আমি আপনাদের কেবল দুটি বিষয় জানাতে পারি। এক, এমবাপ্পে আসতে চেয়েছিল। দুই, এটা আসলে স্পোর্টসের বাইরের একটি সমস্যা। তাকে নির্দোষ প্রমাণিত হতে হবে।’

আরো পড়ুন:

এমবাপ্পে না থাকায় রন্ডাল কোলো মুয়ানি এবং ক্রিস্টোফার এনকুনকো ফ্রান্সের আক্রমণভাগে থাকবেন। গেল মাসেও অবশ্য এমবাপ্পের অবর্তমানে তারা দুজন আলো ছড়িয়েছিলেন। বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে গোল করেছিলেন মুয়ানি। আর ইসরায়েলের বিপক্ষে ৪-১ ব্যবধানের জয়ে করেছিলেন অ্যাসিস্ট।

এমবাপ্পের বাইরে দলে নেই অরলিয়েন চুয়োমেনি। ইনজুরিতে আছেন তিনি। এছাড়া বেলজিয়ামের বিপক্ষে লাল কার্ড দেখে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন। আলফোনসে আরেওলার জায়গায় সুযোগ পেয়েছেন লিলের ২৩ বছর বয়সী গোলরক্ষক লুকাস শেভালিয়ের।

১৫ নভেম্বর রাতে ঘরের মাঠে ইসরায়েল ও ১৮ নভেম্বর রাতে ইতালির বিপক্ষে খেলবে ফ্রান্স।

নেশন্স লিগের ‘লিগ-এ’ এর ‘গ্রুপ-২’ এ ৪ ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে ফ্রান্স আছে দ্বিতীয় স্থানে। সমান ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে ইতালি আছে শীর্ষে।

ফ্রান্সের স্কোয়াড:

গোলরক্ষক: লুকাস শেভালিয়ার, মাইক ম্যাগনান  ও ব্রাইস সাম্বা।

ডিফেন্ডার: জোনাথন ক্লজ, লুকাস ডিগনে, ওয়েসলি ফোফানা, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাটে, জুলেস কাউন্ডে, উইলিয়াম সালিবা, ডেওট উপমেকানো।

মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, মাত্তেও গুয়েনডোজি, এন'গলো কান্তে, মানু কোনে, অ্যাড্রিয়েন র‌্যাবিওট, ওয়ারেন জাইর-এমেরি।

ফরোয়ার্ড: ব্র্যাডলি বারকোলাৎ, উসমানে দেম্বেলে, রন্ডাল কোলো মুয়ানি, ক্রিস্টোফার এনকুনকু, মাইকেল ওলিস ও মার্কাস থুরাম। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়