ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারত-পাকিস্তান লড়াই, বাতিল হলো চ্যাম্পিয়নস ট্রফির ইভেন্ট 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৬, ১০ নভেম্বর ২০২৪   আপডেট: ১৪:৪৬, ১০ নভেম্বর ২০২৪
ভারত-পাকিস্তান লড়াই, বাতিল হলো চ্যাম্পিয়নস ট্রফির ইভেন্ট 

চ্যাম্পিয়নস ট্রফির আগামী আসর নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে অঘোষিত লড়াই। সেই লড়াইয়ের চাপে পড়ে এবার বাতিল হলো একটি প্রচারণামূলক ইভেন্ট। শেষ মুহূর্তে এসে চ্যাম্পিয়নস ট্রফির সূচি চূড়ান্ত না হওয়ায় অনুষ্ঠানটি বাতিল করতে হলো আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি)।

সোমবার (১১ নভেম্বর) লাহোরে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। কিন্তু তারা সেটা থেকে পিছিয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফির প্রচারণামূলক একটি ইভেন্ট আইসিসি বাতিল করেছে। ভারতের ম্যাচগুলোর সূচি তৈরি নিয়ে ঝামেলাই মূল কারণ হিসেবে দেখানো হয়েছে। 

আরো পড়ুন:

পাকিস্তানের মাটিতে এবারের আসর হবে জানার পর থেকেই ভারত বেঁকে বসেছে। আইসিসিকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে পাকিস্তানে তারা খেলতে যাচ্ছে না। এদিকে পাকিস্তানও সাফ জানিয়ে দিয়েছে তারা ভারতের জন্য বসে থাকবে না। এই দুই পক্ষের চাপে দিশেহারা আইসিসি।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে আইসিসির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘সূচি এখনো নিশ্চিত হয়নি। আমরা এখনো চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক ও অংশগ্রহণ করা দলগুলোর সঙ্গে আলোচনা করছি। একবার নিশ্চিত হলেই আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব।’

নাম প্রকাশে অনিচ্ছুক অন্য এক কর্মকর্তা বলেন,‘এটা ছিল শুধুই টুর্নামেন্টের প্রচারণামূলক এক অনুষ্ঠান। সেই ইভেন্ট নিয়ে এখনো কাজ চলছে। যদিও সূচি আবার বদলানো হতে পারে কারণ লাহোর স্টেডিয়ামে বাইরের কাজ চলার কারণে এখন অনেক কঠিন হয়ে গেছে ব্যাপারটা।’

এর আগে, হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। কিন্তু সময়ের সঙ্গে মত বদলে ফেলেছে মহসিন নাকভির বোর্ড। তারা এখন এককভাবেই আয়োজন করতে চাচ্ছে। আইসিসিকেও বারবার তাড়া দিচ্ছিল টুর্নামেন্টের সূচি প্রকাশ করতে। এখন পরিস্থিতি হলো আরও ঘোলাটে।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়