ঢাকা     বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩১

পাকিস্তানে যাবে না ভারত, নিরপেক্ষ ভেন্যুর দাবি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৬, ৮ নভেম্বর ২০২৪   আপডেট: ২০:৫৮, ৮ নভেম্বর ২০২৪
পাকিস্তানে যাবে না ভারত, নিরপেক্ষ ভেন্যুর দাবি

আগামী বছর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তানে। যেখানে সব দল গিয়ে খেলতে রাজি হলেও ভারত দল তাদের দেশের সরকারের পক্ষ থেকে অনুমতি পাচ্ছে না। অর্থাৎ ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে তারা পাকিস্তানের গিয়ে অংশ নিবে না। তারা নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতে খেলতে চাচ্ছে তাদের ম্যাচগুলো।

মূলত নিরাপত্তা ঝুঁকির বিষয়টি উল্লেখ করেই তারা পাকিস্তানে যেতে চাচ্ছে না। ইন্ডিয়ান এক্সপ্রেসকে একটি সূত্র জানিয়েছে, আমরা পাকিস্তানে গিয়ে খেলবো না, এটাই আমাদের অবস্থান। এই অবস্থান পরিবর্তন করার কোনো কারণ নেই। বিষয়টি ইতোমধ্যে লিখিতভাবে তাদের (পিসিবি) আমরা জানিয়েছি। এবং অনুরোধ করেছি আমাদের ম্যাচগুলো দুবাইতে নিয়ে যাওয়ার।’

এদিকে আজ শুক্রবার (০৮ নভেম্বর) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মোহসীন নাকভি লাহোরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, ভারতের কাছ থেকে না খেলার ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক চিঠি পায়নি, ‘আমাদেরও পরিস্কার অবস্থান আছে। তারা যদি না আসতে চায় কিংবা অন্য কোনো ইস্যু থাকে তাহলে তাদেরকে অবশ্যই সেটা লিখিতভাবে জানাতে হবে। আজ পর্যন্ত আমরা হাইব্রিড মডেল নিয়ে কোনো কথা বলিনি। তবে আমরা এই বিষয়ে নিয়ে কথা বলতে প্রস্তুত আছি।’

আরো পড়ুন:

ভারতের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়টি নাকভিকে জানানো হলে তিনি বলেন, ‘ভারতের সংবাদমাধ্যম যদি এমন কোনো প্রতিবেদন প্রকাশ করে তাহলে হয়তো তারা আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে। আইসিসি সেটা আমাদের দিবে। তবে এখন পর্যন্ত আমি কিংবা পিসিবি এই ধরনের কোনো চিঠি পায়নি।’

আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত পাকিস্তানে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফি। তিনটি ভেন্যু করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে আইসিসি র‌্যাংকিংয়ের সেরা আটটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়