ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সোনাজয়ী সোনার মেয়ের এ কেমন চলে যাওয়া!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৩, ২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ০০:৩১, ৩ ডিসেম্বর ২০২৪
সোনাজয়ী সোনার মেয়ের এ কেমন চলে যাওয়া!

সোনাজয়ী সোনার মেয়ে সৈয়দা সাদিয়া সুলতানা তাই বলে এভাবে চলে যাবেন? এক সময়ের আলোচিত এই শ্যুটারের এমন করুণ পরিণতি কেউ ভাবতে পেরেছিল?

আজ সোমবার (০২ ডিসেম্বর, ২০২৪) দুপুরে বাসার ছাদ থেকে লাফ দেন। এরপর চট্টগ্রামে এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৩১ বছর। দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন সাদিয়া।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশন ফেসবুকে লিখেছে, ‘বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের কমনওয়েলথ শ্যুটিং ও ২০১০ এসএ গেমসের স্বর্ণপদকপ্রাপ্ত শ্যুটার সৈয়দা সাদিয়া সুলতানা দুপুর ১টায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রজিউন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন ও শুটিং পরিবার গভীরভাবে শোকাহত।’

সাদিয়া ২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন। একই বছর দিল্লিতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে শারমিন রত্নার সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশকে সোনা এনে দিয়েছিলেন ১০ মিটার এয়ার রাইফেল দলগত ইভেন্টে। সবশেষ ২০১৩ সালে বাংলাদেশ গেমসে সোনা জিতেছিলেন তিনি। এরপর খেলাধুলা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন।

অনেকদিন ছিলেন না আলোচনায়। তবে ২০১৭ সালে এক দুর্ঘটনার কারণে তিনি আলোচনায় আসেন। সেবার গ্যাসের চুলা থেকে গায়ে আগুন লেগে দগ্ধ হয়েছিলেন তিনি। এরপর দীর্ঘদিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিলেন। তবে আস্তে আস্তে মানসিক সমস্যা দেখা দেয় তার। সেই সমস্যা থেকে মুক্তি নিলেন আত্মহননের পথ বেছে নিয়ে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়