ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শচীনের পর বিরাট

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৫, ১৪ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২০:৪৬, ১৪ ডিসেম্বর ২০২৪
শচীনের পর বিরাট

বিরাট কোহলি

ব্রিসবেন টেস্ট খেলতে নেমে নিজের ক্রিকেট ক্যারিয়ারে নতুন এক অর্জন যোগ করলেন ভারতের ব্যাটসম্যান বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে একশ আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড বুকে নাম লিখিয়েছেন বিরাট।

যেখানে আগে থেকে ছিলেন কেবল ভারতের ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকার। ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিরাট ঢুকলেন এলিট ক্লাবে। টেন্ডুলকার অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ১১০টি। কোহলি ব্রিসবেন টেস্ট খেলতে নেমে তিন অঙ্ক ছুঁয়েছেন। যেখানে তার টেস্ট ম্যাচ আছে ২৮টি, ওয়ানডে ৪৯টি ও টি-টোয়েন্টি আছে ২৩টি।

লম্বা সময় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার কারণে তার ব্যাটিং রেকর্ডটাও ঈর্ষনীয়। ১১৭ ইনিংসে ৫ হাজার ৩২৬ রান করেছেন। যেখানে তার ব্যাটিং গড় ৫০.২৪। ১৭ সেঞ্চুরির সঙ্গে হাফ সেঞ্চুরি আছে ২৭টি। রান সংখ্যাতেও শচীনই এগিয়ে। ১৪৪ ইনিংসে শচীন ৬ হাজার ৭০৭ রান করেছেন। যেখানে তার ব্যাটিং গড় ৪৯.৬৮। সেঞ্চুরি ২০টি, হাফ সেঞ্চুরি ৩১টি।

বিরাট কিছুদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন। যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ৮১তম সেঞ্চুরি। ৩০তম টেস্ট সেঞ্চুরি।

শচীন ও বিরাটের পর এই তালিকায় আছেন রেসমন্ড হাইন্ডস (৯৭), মাহেন্দ্র সিং ধোনি (৯১) ও স্যার ভিভিয়ান রিচার্ডস (৮৮)।

ঢাকা/ইয়াসিন/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়