ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা মেট্রো ছয়ে-ছয়, ঢাকাও পেল জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৯, ১৮ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৯:৪৫, ১৮ ডিসেম্বর ২০২৪
ঢাকা মেট্রো ছয়ে-ছয়, ঢাকাও পেল জয়

ম্যাচসেরার পুরস্কার হাতে ঢাকা মেট্রোর আবু হায়দার রনি

জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে পাঁচ ম্যাচ খেলে উভয় দলই পেয়েছিল পাঁচটি জয়। রংপুর বিভাগ ও ঢাকা মেট্রো উভয় দলের সামনেই সুযোগ ছিল পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পোক্ত করার। এমন সমীকরণ সামনে রেখে বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হয়েছিল রংপুর ও ঢাকা মেট্রো। সেই লড়াইয়ে অবশ্য উতরে গিয়ে ছয় ম্যাচের ছয়টিতেই জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পোক্ত করেছে ঢাকা মেট্রো। ৬ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে রংপুর আছে দ্বিতীয় স্থানে।

রংপুর আগে ব্যাট করতে নেমে মেট্রোর বোলিং তোপে ১৯.৩ ওভারে ১২৫ রানে অলআউট হয়ে যায়। জবাবে ১৫.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৬ রান তুলে জয় নিশ্চিত করে মেট্রো।

আরো পড়ুন:

এদিকে ঢাকা মেট্রোর জয়ের দিনে জয় পেয়েছে ঢাকা বিভাগও। তারা ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী বিভাগকে। পয়েন্ট টেবিলের তলানির দুই দলের মুখোমুখি লড়াই জিতে ঢাকা ৬ ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে সপ্তম স্থানে অবস্থান নিয়েছে। সমান ম্যাচ থেকে মাত্র ২ পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান করছে রাজশাহী।

দারুণ বোলিংয়ে ১৯.৩ ওভারেই রংপুরকে অলআউট করেন ঢাকা মেট্রোর আলিস আল ইসলাম ও আবু হায়দার রনি। রনি ৩ ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে ৩টি উইকেট নেন। ম্যাচসেরাও হন তিনি। আর আলিস ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ৩টি উইকেট। 

তাদের বোলিং তোপে রংপুরের টপ অর্ডারের কেউ রান পায়নি। খালিদ হাসান ৩, তানবির হায়দার ২, মিম মোসাদ্দেক ১, নাঈম ইসলাম ৭ ও আকবর আলী আউট হন ১ রান করে। এরপর আরিফুল হকের ১৭, মোহাম্মদ এনামুলের ৩৪ ও আলাউদ্দিন বাবুর ৪৭ রানের ইনিংসে ভর করে রংপুর ১২৫ পর্যন্ত যেতে পারে সবকটি উইকেট হারিয়ে।

জবাব দিতে নেমে ঢাকা মেট্রো ২৫ রানের মাথায় মোহাম্মদ নাঈম (৭) ও ৩৮ রানের মাথায় ইমরানুজ্জামানের (২৫) উইকেট হারায়। সেখান থেকে সাদমান ইসলাম ও আনিসুল ইসলাম ইমন ৮০ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরের কাছে নিয়ে যান। ১১৮ রানের মাথায় সাদমান ফিরেন ৩৭ বলে ৭টি চার ও ১ ছক্কায় ৫৪ রানের ইনিংস খেলে। আর ইমন অপরাজিত ২৯ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ২ চার ও ১ ছক্কায় এই রান করেন তিনি।

বল হাতে রংপুরের আলাউদ্দিন বাবু ২টি উইকেট নেন। ১টি উইকেট নেন আরিফুল হক।

এদিকে ঢাকার বিপক্ষে রাজশাহী ব্যাট করতে নেমে হাবিবুর রহমান সোহানের ১৯, সাব্বির হোসেনের ৩২ ও তৌহিদ হৃদয়ের ৩৭ রানের ইনিংসে ভর করে ১৪০ রানে অলআউট হয়।

বল হাতে ঢাকার ইকবাল হোসেন ইমন ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩টি উইকেট নেন। আর নাজমুল ইসলাম ও সুমন খান নেন ২টি করে উইকেট।

রান তাড়া করতে নেমে জাওয়াদ আবরারের ফিফটি (৬২), রনি তালুকদারের ৩৩ ও আরিফুল ইসলামের ১৯ রানে ভর করে ২৯ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ঢাকা। রাজশাহীর ওয়াসি সিদ্দিকী ৪ ওভারে ৩৫ রান দিয়ে ২টি উইকেট নেন। ম্যাচসেরা হন ঢাকার জাওয়াদ।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়