ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোচ অ্যান্ড্রু ফ্লিনটফের দলে ছেলে রকি ফ্লিনটফ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৮, ১৯ ডিসেম্বর ২০২৪  
কোচ অ্যান্ড্রু ফ্লিনটফের দলে ছেলে রকি ফ্লিনটফ

বাবা কোচ, ছেলে ক্রিকেটার। ইংলিশ ক্রিকেটে এমন কিছুই ঘটতে যাচ্ছে কিছুদিনের ভেতরে। অস্ট্রেলিয়া সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড লায়ন্স দল। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফ এই দলের কোচ। তার বাছাইকৃত দলে জায়গা হয়েছে ছেলে রকি ফ্লিনটফের। 

১৬ বছর বয়সী রকি ফ্লিনটফও এই মাসের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ইংল্যান্ড লায়ন্স দলে অন্তর্ভুক্ত হয়েছিলেন। ওই সমেয় অবশ্য ফ্লিনটফ দলের দায়িত্বে ছিলেন না। তাকে এই সফরের আগে যুক্ত করা হয়েছে। 

দক্ষিণ আফ্রিকা সফরে মাত্র একটি ইনিংসে ৩ বলে ৪ রান করেছিলেন। খুব বেশি করতে না পারলেও এবার অস্ট্রেলিয়া সফরের জন্য একেবারে শেষ মুহূর্তে ইংল্যান্ড লায়ন্স দলে জায়গা পেয়েছেন রকি ফ্লিনটফ।

অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ড লায়ন্স ব্রিসবেন ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ এবং পরে সিডনিতে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচ খেলবে। 

অস্ট্রেলিয়া সফরে দলে সুযোগ পেয়েছেন শোয়েব বশির, প্যাট ব্রাউন, টম হার্টলি, জশ টঙ্গু ও জন টার্নার। তারা ইংল্যান্ড জাতীয় দলেরও অংশ। মূলত অ্যাশেজের আগে তাদের প্রস্তুতির ভালো সুযোগ করে দিতে নেওয়া হয়েছে লায়ন্সে। 

অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ড লায়ন্স দল

সনি বেকার, শোয়েব বশির, প্যাট ব্রাউন, জেমস কোলস, স্যাম কুক, অ্যালেক্স ডেভিস, রকি ফ্লিনটফ, টম হার্টলি, টম ল, ফ্রেডি ম্যাকক্যান, বেন ম্যাককিনি, জেমস রেভ, হামজা শেখ, মিচ স্ট্যানলি, জশ টং ও জন টার্নার।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়