ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুশফিককে নিয়ে বরিশালের সুখবর 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪২, ২ জানুয়ারি ২০২৫  
মুশফিককে নিয়ে বরিশালের সুখবর 

রংপুর রাইডার্সের বিপক্ষে বড় হারের পরও মুশফিকুর রহিমের ইনজুরি গুরুতর না হওয়ায় স্বস্তি ফিরেছে ফরচুন বরিশাল শিবিরে। 

ফিল্ডিংয়ের সময় দ্বিতীয় ওভারে ইকবাল হোসেন ইমনের বল ধরতে গিয়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন দলের উইকেটরক্ষক ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

আরো পড়ুন:

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (২ জানুয়ারি) দ্বিতীয় ম্যাচে এই ঘটনা ঘটে। মুশফিককে কাতরাতে দেখা যায়। দলীয় ফিজিও এসেও ঠিক করতে পারেননি। কাতরাতে কাতরাতে মাঠ ছেড়ে যান মুশফিক। পরে কিপিং করছেন প্রীতম কুমার। 

ম্যাচ চলাকালীন বরিশাল টিম ম্যানেজমেন্টের কাছে মুশফিকের বিষয়ে জানতে চাইলেও বর্তমান অবস্থা জানাতে পারেনি তারা। তবে ম্যাচ শেষে দলটির কোচ মিজানুর রহমান বাবুল জানিয়েছেন, ‘‘মুশফিকের সমস্যা নেই, ভালো আছেন’’। 

টস হেরে ব্যাটিং করতে নেমে মাত্র ১২৪ রানে থামে বরিশাল। তাতে মুশফিকের অবদান ছিল মাত্র ১৫ রান। ১৭ বলে এই রান করেন তিনি। সর্বোচ্চ ২৮ রান করেন তামিম ইকবাল। তাড়া করতে নেমে রংপুর রাইডার্স ৮ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে। 

এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীকে হারিয়ে দারুণ শুরু করে বরিশাল। দ্বিতীয় ম্যাচে এসে হোঁচট খেলো ডিফেন্ডিংস চ্যাম্পিয়নরা। 

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়