ঢাকা     সোমবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৫ ১৪৩১

ওয়ালটন জাতীয় ল্যাক্রোস প্রতিযোগিতা-২০২৫ 

নারী বিভাগে শরীয়তপুর চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ১৮ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৯:৩৬, ১৮ জানুয়ারি ২০২৫
নারী বিভাগে শরীয়তপুর চ্যাম্পিয়ন

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, পিএলসি’র পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ ল্যাক্রোস অ্যাসোসিয়েশনের আয়োজনে চলছে  ‘ওয়ালটন প্রথম জাতীয় পুরুষ ও নারী ল্যাক্রোস চ্যাম্পিয়নশিপ-২০২৫’। এই প্রতিযোগিতার নারী বিভাগের খেলা আজ শনিবার শেষ হয়েছে। এই বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে শরীয়তপুর জেলা নারী দল। রানার্স-আপ হয়েছে ঢাকা জেলা নারী দল। তৃতীয় হয়েছে নারায়ণগঞ্জ জেলা নারী দল। 

ফাইনালে শরিয়তপুর জেলা নারী দল ০৩-০২ গোলে ঢাকা জেলা নারী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

এদিকে পুরুষ বিভাগে দ্বিতীয় দিনে বাংলাদেশ পুলিশ ০৮-০২ গোলে জিসান স্পোর্টস ক্লাবকে ও ০৭-০০ গোলে স্যান্ড এঞ্জেল পুরুষ দলকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। 

আরো পড়ুন:

অপরপক্ষে, জিসান স্পোর্টস ক্লাব পুরুষ দল ০৪-০০ গোলে স্যান্ড এঞ্জেল ক্লাব ও একই ব্যবধানে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা পুরুষ দলকে হারিয়ে ফাইনালে নাম লেখায়। 
আগামীকাল সকাল ১০টায় পুরুষ বিভাগে বাংলাদেশ পুলিশ ও জিসান স্পোর্টিং ক্লাব ফাইনালে মুখোমুখি হবে। 

প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চারটি ও নারী বিভাগে চারটি দল অংশ নিয়েছে। পুরুষ বিভাগের দলগুলো হলো— বাংলাদেশ পুলিশ, ঢাকা জেলা ক্রীড়া সংস্থা, স্যান্ড অ্যাঞ্জেল ক্লাব ও জিসান স্পোর্টিং ক্লাব। নারী বিভাগে রয়েছে— নারায়ণগঞ্জ জেলা, স্যান্ড অ্যাঞ্জেল ক্লাব, ঢাকা জেলা ক্রীড়া সংস্থা ও শরীয়তপুর জেলা ক্রীড়া সংস্থা। 

উভয় বিভাগের খেলা রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। শীর্ষে থাকা দুটি দল ফাইনালে মুখোমুখি হবে। সিক্স-এ-সাইড এই প্রতিযোগিতার উভয় বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে।

ঢাকা/আমিনুল/নাভিদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়