ঢাকা     বুধবার   ১২ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ২৯ ১৪৩১

মাহমুদউল্লাহর অনুপ্রেরণাতেই রিশাদের ঝড়

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৯, ২৩ জানুয়ারি ২০২৫  
মাহমুদউল্লাহর অনুপ্রেরণাতেই রিশাদের ঝড়

ব‌্যাটিংটা রিশাদ হোসেন ভালোই করতে পারেন। যেদিন দলের চাহিদা থাকে বেশি সেদিন তার ব‌্যাট হয়ে উঠে তরবারি। বোলারদের বেধড়ক পিটিয়ে, প্রতিপক্ষের হাসি ম্লান করে তাক লাগিয়ে দেওয়ার কাজটা রিশাদ ভালোভাবেই করেন।

যেমনটা করলেন বুধবার খুলনা টাইগার্সের বিপক্ষে। খুলনার আমন্ত্রণে ব‌্যাটিংয়ে নেমে ফরচুন বরিশাল চরম ব‌্যাটিং বিপর্যয়ে। ১৩ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তাদের রান কেবল ৮৭। শেষ ৭ ওভারে দলের রান আর কত-ই বা হতে পারে? আটে নামা রিশাদ যখন ক্রিজে গেলেন তখন আরেক প্রান্তে দাঁড়িয়ে মাহমুদউল্লাহ। দুজন মিলে এরপর খোলনলচে পাল্টে ফেললেন।

২৮ বলে ৪৭ রান যোগ করলেন। যেখানে রিশাদের একার রানই ২৯। ডানহাতি ব‌্যাটসম‌্যান জিয়াউর রহমানকে তিন চার মেরে ঝড় তোলা শুরু করেন। ইনিংসের শেষ ওভারে রান আউট আগ পর্যন্ত কড়া শাসন করে ১৯ বলে ৩৯ রান করেন ৫ চার ও ১ ছক্কায়।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রিশাদের এমন ঝড় নতুন নয় অবশ‌্য। দেশের মাটিতে নিজের প্রথম ওয়ানডে খেলতে নেমে নায়ক হয়েছিলেন লেগ স্পিনার। সেদিনও বিপর্যয়ে ঝড় তুলে দলকে জিতিয়েছিলেন। গত বছরেরই মার্চের ঘটনা। শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ বলে ৪৮ রান করেন ৫ চার ও ৪ ছক্কায়।

শ্রীলঙ্কার দেওয়া ২৩৬ রানের টার্গেটে ষষ্ঠ ব‌্যাটসম‌্যান হিসেবে মিরাজ যখন আউট হন তখন ৮৩ বলে ৫৮ রান লাগত বাংলাদেশের। সেখান থেকে রিশাদ একাই ৪৮ রান তুলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। দশ মাস পর একই ভেনু‌্যতে ফিরে আবার তার ব‌্যাট হাতে ঝড়। আবার ম‌্যাচ সেরা রিশাদ। তাহলে কি এটাই তার প্রিয় ভেনু‌্য? লেগ স্পিনার তেমন কিছু অবশ‌্য বললেন না, ‘‘না ফেবারিট না। আমি আমার পরিকল্পনায় ছিলাম কেবল।’’

নিজের ইনিংসের জন‌্য রিশাদ কৃতিত্ব দিলেন মাহমুদউল্লাহর সঙ্গকে। তার অনুপ্রেরণামূলক কথায় পাল্টে যায় তার ভাবনা। করেন পরিকল্পনা।

‘‘রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাই পার্টনার ছিলেন। উনি খুব সাপোর্ট করেছেন। বলেছিলেন, নিজের স্ট্রেন্থে থাকতে এবং ভালো বলটা রেসপেক্ট করতে এবং বাজে বল পানিশ করতে। জাস্ট এতোটুকুই আর কি।’’

মাঠে নামার আগে দল যে বিপর্যয়ে ছিল, সেখান থেকে বের হতে মাহমুদউল্লাহর ওপরই পুরো ভরসা রেখেছিলেন রিশাদ, ‘‘পরিকল্পনা আসলে সেরকম ছিল না। রিয়াদ ভাই সাথে ছিল উনি বলে দিচ্ছিলেন কি করতে হবে। তাই পরিকল্পনার কিছু ছিল না আগের থেকে। কি হবে না হবে।’’

দারুণ ব‌্যাটিংয়ের পর বল হাতে ১৭ রানে ১ উইকেট নেন এই লেগ স্পিনার। সঙ্গে ফিল্ডিংয়ে রান আউটও পেয়েছেন। সব মিলিয়ে দিনটা পুরোটাই ছিল রিশাদময়।

চট্টগ্রাম/ইয়াসিন


সর্বশেষ

পাঠকপ্রিয়