ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশের কেউ নেই আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে, আছেন জিম্বাবুয়ের একজন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৬, ২৫ জানুয়ারি ২০২৫   আপডেট: ২০:০৬, ২৫ জানুয়ারি ২০২৫
বাংলাদেশের কেউ নেই আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে, আছেন জিম্বাবুয়ের একজন

গতবছরটা (২০২৪) ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের। তাছাড়া এক বছরে সবচেয়ে বেশি (৬৭৩) আন্তর্জাতিক কুড়ি ওভারের ম্যাচও অনুষ্ঠিত হয়েছে গেল বছরটাতে। ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের চ্যাম্পিয়ন। স্বাভাবিকভাবে আইসিসির ঘোষিত এবারের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে আধিক্য ভারত দলের। রোহিত শর্মা সহ আছেন আরও তিন ক্রিকেটার। তবে নেই বাংলাদেশের কোন ক্রিকেটারের নাম।

অথচ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারলেও জিম্বাবুয়ের একজন ক্রিকেটার আছেন আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে। দেশের হয়ে কুড়ি ওভারের ধুমধাড়াক্কা ক্রিকেটে ধারাবাহিকভাবে আলো ছড়ানোর পুরস্কার পেলেন সিকান্দার রাজা। পরপর দুই বছর এই সংস্করণের বর্ষসেরা দলে জায়গা করে নিয়েছেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার।

আরো পড়ুন:

টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতের চারজন বর্ষসেরা একাদশে জায়গা পেলেও রানার্সআপ হওয়া দক্ষিণ আফ্রিকা দলের একজনও নেই বর্ষসেরা দলে! নেই বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের কেউও। তবে একজন করে খেলোয়াড় আছেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও শ্রীলঙ্কার।

ভারতের বিশ্বকাপজয়ী কাপ্তান রোহিতের সাথে স্বদেশি হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ ও অর্শদীপ সিংও বর্ষসেরা পুরুষ দলে জায়গা পেয়েছেন। অন্যদিকে রোহিতই বর্ষসেরা দলটির অধিনায়ক।

অন্যদের মধ্যে ওপেনিংয়ে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, তিন নম্বরে ইংল্যান্ডের ফিল সল্ট, চারে পাকিস্তানের বাবর আজম, পাঁচে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ও ছয়ে জিম্বাবুয়ের রাজা জায়গা পেয়েছেন। বোলিং বিভাগে দুই স্পিনার হিসেবে জায়গা হয়েছে আফগানিস্তানের রশিদ খান ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

সিকান্দার রাজার মতো আরও তিনজন জায়গা পেয়েছেন ২০২৩ সালের সেরা দল থেকে। তারা হলেন, ফিল সল্ট, নিকোলাস পুরান এবং অর্শদীপ সিং। 

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশঃ

রোহিত শর্মা (অধিনায়ক, ভারত), ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), ফিল সল্ট (ইংল্যান্ড), বাবর আজম (পাকিস্তান), নিকোলাস পুরান (উইকেটরক্ষক, ওয়েস্ট ইন্ডিজ), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), হার্দিক পান্ডিয়া (ভারত), রশিদ খান (আফগানিস্তান), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), অর্শদীপ সিং (ভারত) ও জাসপ্রিত বুমরাহ (ভারত)।

ঢাকা/নাভিদ

সর্বশেষ

পাঠকপ্রিয়