ঢাকা     শুক্রবার   ২১ মার্চ ২০২৫ ||  চৈত্র ৮ ১৪৩১

রাসেল, ডেভিড, হেটমায়ারদের নিয়ে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি খুলনা-রংপুর

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ৩ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৫:১৮, ৩ ফেব্রুয়ারি ২০২৫
রাসেল, ডেভিড, হেটমায়ারদের নিয়ে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি খুলনা-রংপুর

বিপিএলের শেষ দিকে এসে তারকার ছড়াছড়ি। খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্সের এলিমিনেটর ম্যাচে মাঠে নেমেছেন আন্দ্রে রাসেল, টিম ডেভিড, জেমস ভিঞ্চ, জেসন হোল্ডার ও শিমরন হেটমায়ার।
রংপুরের হয়ে খেলতে আজ সকালেই ঢাকা এসেছেন রাসেল, ডেভিড ও ভিঞ্চ। খুলনা উড়িয়ে এনেছে দুই ক্যারিবিয়ান তারকা হোল্ডার ও হেটমায়ারকে।

দুই দলের জন্য ম্যাচটি ডু অর ডাই। হারলেই বিদায়। জিতে টিকে থাকলে ফাইনালের লড়াইয়ে নামতে পারবে। দুপুর দেড়টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি শুরু হয়েছে। যেখানে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।

চলমান আসরে মুখোমুখি লড়াইয়ে দুই দল একবার করে জয় লাভ করেছে। রংপুর প্রথম দেখায় খুলনাকে ৮ রানে হারিয়েছিল। দ্বিতীয় দেখায় খুলনা প্রতিশোধ নেয় ৪৬ রানের বড় জয়ে। আজকের লড়াইয়ে শেষ হাসিটা কে হাসে সেটা দেখার।

আরো পড়ুন:

রংপুর রাইডার্স একাদশ: সৌম্য সরকার, সাইফ হাসান, জেমস ভিঞ্চ, মাহেদী হাসান, কাজী নুরুল হাসান সোহান, টিম ডেভিড, নাহিদ রানা, রাকিবুল হাসান, সাইফ উদ্দিন, আন্দ্রে রাসেল ও আকিফ জাভেদ।  

খুলনা টাইগার্স: মেহেদী হাসান মিরাজ, নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন, নাসুম আহমেদ, অ্যালেক্স হেলস, মোহাম্মদ নওয়াজ, মুশফিক হাসান, জেসন হোল্ডার ও শিমরন হেটমায়ার। 

ঢাকা/ইয়াসিন/নাভিদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়