ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মৌসুমের সবচেয়ে বড় অঘটন: লিভারপুলের বিদায়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৪, ১০ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১২:০৩, ১০ ফেব্রুয়ারি ২০২৫
মৌসুমের সবচেয়ে বড় অঘটন: লিভারপুলের বিদায়

লিভারপুল দিন দুয়েক আগে কারাবাও কাপের সেমিফাইনালে টটেনহ্যামের মতো দলকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। প্রিমিয়ার লিগে তারা পয়েন্ট তালিকার শীর্ষে, এমনকি নতুন কাঠামোর চ্যাম্পিয়নস লিগেও টেবিলের চূড়ায় থেকে শেষ ষোলোতে পদার্পণ করেছে অলরেডরা। আর্নে স্লটের দল তৈরি করেছিল এই মৌসুমে ৪ শিরোপা জয়ের সম্ভাবনা। সেই লক্ষ্যে রবিবার (৯ ফেব্রুয়ারি, ২০২৫) রাতে এফএ কাপের চতুর্থ রাউন্ডে নেমেছিল তারা। তবে অখ্যাত প্লাইমাউথের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরে মৌসুমের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিল লিভারপুল।

প্লাইমাউথের হোম পার্কে বল দখলে এগিয়ে ছিল অতিথি লিভারপুল, তবে ‘সোনার হরিণ’ গোল আসছিল না। স্লট এই ম্যাচে তার অনেক তারকাকে বিশ্রাম দিয়েছিলেন। মোহামেদ সালাহ, দমিনিক সোবসলাই এবং কোডি গাকপো স্কোয়াডেই ছিলেন না। যার খেসারত দিতে হয়েছে অলরেড বসকে।

আরো পড়ুন:

 

ম্যাচের ৫৩ মিনিটে লিভারপুলের সীমানায় মিডফিল্ডার হার্ভি এলিয়টের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ওই স্পট কিকে ব্যবধান গড়ে দেন ফরোয়ার্ড রায়ান হার্ডি। মিনিট কয়েক পরেই এই স্কটিশ তার দ্বিতীয় গোলও পেতে পারতেন। তবে সেই যাত্রায় লিভারপুলের ত্রাতা হয়ে আসেন গোলরক্ষক কুইভিন কেলেহার। আই আইরিশ গোলরক্ষকের হাতে ছুঁয়ে বল পোস্টে লাগে।

লিভারপুল এরপর বল নিয়ন্ত্রণে এগিয়ে থেকেও প্রতিপক্ষের জালের খোঁজ পায়নি। ফলে ১-০ ব্যবধানে ইংলিশ চ্যাম্পিয়নশীপের (দ্বিতীয় স্তর) অবনমন অঞ্চলের দল প্লাইমাউথের বিপক্ষে হেরে এফ এ কাপের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিতে হয় তাদের।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়