ঢাকা     সোমবার   ১৭ মার্চ ২০২৫ ||  চৈত্র ৪ ১৪৩১

দশ জনের দল নিয়েও বার্সার বড় জয় 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ১০ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৩:০৬, ১০ ফেব্রুয়ারি ২০২৫
দশ জনের দল নিয়েও বার্সার বড় জয় 

শনিবার (৮ ফেব্রুয়ারি, ২০২৫) লা লিগা জমে যায় মূলত মাদ্রিদ ডার্বির বিতর্কিত ড্রয়ে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলের ড্র দেখে সবচেয়ে খুশি হওয়ার কথা বার্সেলোনা ভক্তদেরই। সেই খুশিকে আরও পোক্ত করার লক্ষ্যে রবিবার রাতে সেভিয়ার বিপক্ষে ম্যাচে নামে কাতালান জায়ান্টরা। ম্যাচের আধঘন্টারও বেশি সময় একজন কম নিয়ে খেলেও বড় ব্যবধানে জয় পেয়েছে হ্যান্সি ফ্লিকের দল। ফলে স্প্যানিশ লিগে শীর্ষ দুই দলের সঙ্গে ব্যবধান আরও কমাল বার্সা। লা লিগার সেরা ৩ দলের পয়েন্ট এখন ৪৮, ৪৯ এবং ৫০!

রবিবার সেভিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। ম্যাচের ৬০ মিনিটে ফেরমিন লোপেজ প্রতিপক্ষ মিডফিল্ডার জিব্রিল সাওকে ভয়ানক ট্যাকল করলে সরাসরি লাল কার্ড দেখেন। যদিও ততক্ষণে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। এরপরও সেভিয়া গোলের ব্যবধান কমাতে পারেনি, উল্টো ফ্লিকের দল আরও একটা গোল দিয়ে ৪-১ ব্যবধানের বিশাল জয় লাভ করে।

ঘরের মাঠ র‍্যামন সাঞ্চেজ পিজিয়ানে ম্যাচের সাত মিনিটেই রবার্ট লেভানডভস্কির গোলে পিছিয়ে যায় সেভিয়া। তবে মাত্র এক মিনিটের মধ্যেই সমতা ফেরে সেভিয়া। সাউলের কাটব্যাকে ফাঁকায় বল পেয়ে যান রুবেন ভার্গাস, অনায়াসেই গোল করেন সুইস ফরোয়ার্ড।

আরো পড়ুন:

বিরতির পর গাভির বদলি হিসেবে নেমে প্রথম মিনিটেই বার্সেলোনাকে এগিয়ে দেন লোপেজ। পেদ্রির ক্রসে লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন তিনি। ম্যাচের ৫৫তম মিনিটে চমৎকার গোলে ব্যবধান বাড়ান রাফিনিয়া।  এরপর ৬০তম মিনিটে লোপেজের সেই লাল কার্ড।

প্রতিপক্ষে একজন কম থাকার সুযোগে ম্যাচে ফেরার চেষ্টা চালায় সেভিয়া, তবে লাভ হয়নি। নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে সেভিয়ার কফিনে চতুর্থ পেরেক ঠুকে দেন এরিক গার্সিয়া।

লা লিগার ২৩ রাউন্ডের খেলা শেষে শীর্ষ তিনে থাকা রিয়াল মাদ্রিদ, অ্যাতলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনার সংগ্রহ যথাক্রমে ৫০,৪৯ এবং ৪৮। 

ঢাকা/নাভিদ


সর্বশেষ

পাঠকপ্রিয়