ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেদিকুল্লাহ-ওমরজাইয়ের ব্যাটে চ্যালেঞ্জ ছুড়ল আফগানিস্তান 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৯:১৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
সেদিকুল্লাহ-ওমরজাইয়ের ব্যাটে চ্যালেঞ্জ ছুড়ল আফগানিস্তান 

রহমানুল্লাহ গুরবাজের পতনে শুরু হয়েছিল আফগানদের ইনিংস। এক প্রান্ত আগলে রেখে সেদিকুল্লাহ আটাল ভিত গড়ে দেন। সেই ভিতের ওপর দাঁড়িয়ে আজমতুল্লাহ ওমরজাইয়ের দারুণ ফিফটিতে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আফগানিস্তান। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) লাহোরে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে আফগানিস্তান ২৭৩ রান করেছে। 

৬৩ বলে ৬৭ রান করে ওমরজাই আউট হন ইনিংসের শেষ ওভারে। ১টি চার ও ৫টি ছক্কায় ইনিংস সাজান এই অলরাউন্ডার। নূর আহমেদের সঙ্গে মাত্র ২৫ বলে ৩৭ রানের জুটি আফগানদের চ্যালেঞ্জিং পুঁজি গড়তে সহায়তা করে। এতে নূরের অবদান ৮ বলে মাত্র ৭। 

২০২৩ বিশ্বকাপ থেকে দারুণ ফর্মে আছেন ওমরজাই। ২৩ ইনিংসে ৫৬ গড়ে ৮৯৬ রান করেছেন এই ক্রিকেটার। সেঞ্চুরি করেছেন ১টি ও হাফ সেঞ্চুরি করেছেন ৭টি। 

আজ আফগানদের পক্ষে সর্বোচ্চ ৮৫ রান আসে সেদিকুল্লাহর ব্যাট থেকে। ৯৫ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ইনিংস সাজান সেদিকুল্লাহ। দল যখন নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল, সেদিকুল্লাহ ইনিংস গড়ায় মনোযোগ দেন। 

গুরবাজ রানের খাতাই খুলতে পারেননি। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইবরাহিম জাদরান ২২ রান করে ফেরেন। এছাড়া, অধিনায়ক হাশমতুল্লাহ শহিদি ২০ ও রশিদ খান ১৯ রান করেন। 

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন বেন ডোয়ার্শুইস। দুটি করে উইকেট নেন স্পেনসার জনসন ও অ্যাডাম জাম্পা। 

এই ম্যাচে হাত খুলে অতিরিক্ত রান দিয়েছে অস্ট্রেলিয়া। ৩৭টি অতিরিক্ত রান দিয়েছে স্টিভেন স্মিথের দল। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে যা তৃতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ৪২ রান দেয় ভারত। এছাড়া অজিদের ৩৬ রান দেওয়ার রেকর্ডও আছে। 

ঢাকা/রিয়াদ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়