ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পিএসএলে নাহিদ রানাদের দল পাওয়ার বিষয়টি জানেই না বিসিবি 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৮, ১৪ মার্চ ২০২৫   আপডেট: ২১:১১, ১৪ মার্চ ২০২৫
পিএসএলে নাহিদ রানাদের দল পাওয়ার বিষয়টি জানেই না বিসিবি 

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হতে মাসখানেকও বাকি নেই। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে দল পেয়েছেন তিন বাংলাদেশি। তবে এই বিষয়ে জানা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। 

১১ এপ্রিল থেকে শুরু হবে পিএসএলের এবারের আসর। বাংলাদেশিদের মধ্যে নাহিদ রানাকে নিয়েছে পেশওয়ার জালমি, লিটন দাসকে করাচি কিংস আর রিশাদ হোসেনকে নিয়েছে লাহোর কালান্দার্স। 

পিএসএলে এই তিন ক্রিকেটারকে কি খেলার জন্য অনাপত্তিপত্র দেওয়া হবে? শুক্রবার (১৪ মার্চ) বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ইফতার মাহফিলে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এনওসি নিয়ে জিজ্ঞেষ করা হলে তিনি জানান, “এই সম্পর্কে বিসিবি কিছু জানে না।”

ফাহিম বলেন,  “কে পেয়েছে, কে পায়নি এই ব্যাপারে কোনো আইডিয়া নেই। ক্রিকেট বোর্ড এই ব্যাপারে জানে না।”

এই তিন ক্রিকেটার যদি এনওসির আবেদন করেন তাহলে দেওয়া হবে কি না? এমন প্রশ্নে ফাহিম বলেন, “ক্রিকেট বোর্ড জানেই না এই সম্পর্কে।”

এদিকে জানা গেছে এখন পর্যন্ত কোনো ক্রিকেটার এনওসির আবেদন করেননি। কয়েকদিনের মধ্যে বিসিবিতে আবেদন করতে পারেন তারা। আবার একই সময়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ হওয়ায় বিসিবি তাদের আবেদনে সাড়া দেয় কি না এখন সেটাই দেখার। 

ঢাকা/রিয়াদ 


 

ঢাকা/রিয়াদ

সর্বশেষ

পাঠকপ্রিয়