ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কিংবদন্তি ইমরান খানকে সম্মান দেখিয়ে গুরু দন্ড আমিরের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৬, ১৫ মার্চ ২০২৫   আপডেট: ১৫:৫২, ১৫ মার্চ ২০২৫
কিংবদন্তি ইমরান খানকে সম্মান দেখিয়ে গুরু দন্ড আমিরের

পাকিস্তানি অলরাউন্ডার আমির জামালকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিশাল জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই অলরাউন্ডার সহ বিভিন্ন সময়ে কোড অব কন্ডাক্ট লঙ্ঘনের দায়ে মোট ৮ জন ক্রিকেটারের জরিমাণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

এই ১৩ লাখ রুপি জরিমানা বাবদ আট জন ক্রিকেটারের মোট ৩০ লক্ষ রুপি জরিমানা করা হয়েছে। তবে আমিরের জরিমানার পরিমানটা অত্যন্ত বেশি। তাকেদিতে হবে। মজার ব্যাপার হচ্ছে এই অর্থ দন্ড হচ্ছে কেবল একটা সংখ্যার জন্য। সংখ্যাটা হচ্ছে ‘৮০৪’।

আরো পড়ুন:

জামাল ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট চলাকালীন এক সাক্ষাৎকার দেন। সেই সময় তার হ্যাটে ‘৮০৪’ লেখা ছিল। এই সংখ্যাটি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের কয়াদি নাম্বার বা বন্দী শনাক্তকরণ নাম্বার। এই কিংবদন্তি অলরাউন্ডার বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে আটক আছেন রাজনৈতিক কারণে।

২০২৪ সালের নভেম্বরে পাকিস্তানের অস্ট্রেলিয়া সফরের সময় দলীয় হোটেলে দেরি করে পৌঁছানোর জন্য ৫ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে আরও তিনজন খেলোয়াড়কে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় দলের সাদা বল সিরিজ চলাকালীন কারফিউ নিয়ম লঙ্ঘনের জন্য জরিমানা করা হয়েছে চারজন ক্রিকেটার, সালমান আলী আগা, সাইম আইউব, আবদুল্লাহ শফিক এবং আব্বাস আফ্রিদিকে।

পিসিবি জানিয়েছে যে, শৃঙ্খলা সংক্রান্ত পদক্ষেপগুলো একটি অভ্যন্তরীণ বিষয়, যা খেলোয়াড়দের খ্যাতি ও মর্যাদা রক্ষার স্বার্থেই করা হয়েছে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ থেকে আগেভাগে পাকিস্তান বাদ পড়ার পরই এই ব্যাপারগুলো সামনে এসেছে। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও, একটি ম্যাচও জিততে পারেনি। নিউজিল্যান্ড এবং ভারতের কাছে পরাজিত হয়েছিল। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে তাদের শেষ গ্রুপ পর্বের ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়