ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইয়ামালের দাবি, বার্সাই চ্যাম্পিয়নস লিগ জিতবে 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪০, ১৯ মার্চ ২০২৫   আপডেট: ১৬:৩৫, ১৯ মার্চ ২০২৫
ইয়ামালের দাবি, বার্সাই চ্যাম্পিয়নস লিগ জিতবে 

লামিনে ইয়ামাল ১৬ বছর বয়সে স্পেনকে করেছিলেন ইউরোপের সেরা।  এই তরুণ প্রতিভা নতুন মিশনে নেমেছেন। এবার তিনি তার ক্লাব বার্সালোনাকে চলমান মৌসুমে ইউরোপ সেরা করতে চান। আত্মবিশ্বাসে ভরপুর এই ১৭ বছর বয়সী উইঙ্গারের দাবি, চ্যাম্পিয়নস লিগ জেতার দৌড়ে সবার আগেই আছে কাতালান ক্লাবটি।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে, বার্সেলোনা ৪-১ অ্যাগ্রিগেট ব্যবধানে পরাজিত করে পর্তুগিজ জায়ান্ট বেনফিকাকে। খুব সহজেই শেষ ষোলো পার করে কাতালান ক্লাবটি। কোয়ার্টার ফাইনালে বার্সা মুখোমুখি হবে বরুসিয়া ডর্টমুন্ডের। জার্মান ক্লাবটি তাদের ঘরোয়া মৌসুমে কঠিন সময় পার করছে।

আরো পড়ুন:

অন্যদিকে ইয়ামাল কাটাচ্ছেন অসাধারণ এক মৌসুম। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৩টি গোল এবং ১৪টি অ্যাসিস্ট। এই আত্মবিশ্বাস থেকেই এই তরুণ বলে ফেললেন, চ্যাম্পিয়নস লিগ তারাই জিতবেন। প্রতিপক্ষে গত মৌসুমে রানার্স-আপ জেনেও আত্মবিশ্বাসে কমতি নেই তরুণ উইঙ্গারের।

ইয়ামাল স্প্যানিশ সংবাদপত্র স্পোর্টকে এক সাক্ষাৎকারে বলেছিলে, "আমরাই চ্যাম্পিয়নস লিগে ফেবারিট। যখন গ্রুপ পর্ব শেষ হয়েছিল, আমি বলেছিলাম লিভারপুল ফেবারিট কারণ তারা প্রথম স্থানে ছিল। কিন্তু এখন তারা হেরে (পিএসজির বিপক্ষে শেষ ষোলোতে) গেছে, তাই ফেবারিট এখন আমরাই।”

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে পিএসজির কাছে ৬-৪ অ্যাগ্রিগেট ব্যবধানে হারে বার্সেলোনা। তবে এবার জার্মান ম্যানেজার হান্সি ফ্লিকের অধীনে এ যেন এক বদলে যাওয়া বার্সা। ইয়ামাল সেই কথায় মনে করিয়ে দিলেন, “আমরা গত বছর পিএসজির কাছে হেরেছিলাম, সেই তুলনায় এবার আমরা সম্পূর্ণ ভিন্ন দল।”

ইয়ামাল বর্তমানে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলের দায়িত্বে আছেন। তিনি এখন স্পেনকে উয়েফা ন্যাশনস লিগ চ্যাম্পিয়ন করার মিশনে ব্যস্ত। মার্চের ২০ ও ২৩ তারিখ নেদারল্যান্ডসের বিপক্ষে দুই লেগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে স্পেন।

ঢাকা/নাভিদ

সর্বশেষ

পাঠকপ্রিয়