ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডাচদের বিপক্ষে হার এড়াল স্পেন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ২১ মার্চ ২০২৫   আপডেট: ১৬:৫২, ২১ মার্চ ২০২৫
ডাচদের বিপক্ষে হার এড়াল স্পেন

ম্যাচটা হেরেই যাচ্ছিল স্পেন। তবে বদলি হয়ে নামা মিডফিল্ডার মিকেল মেরিনো শেষ মুহূর্তে গোল করে নেদারল্যান্ডসের বিপক্ষে পরাজয়ের হাত থেকে বাঁচান দলকে। বৃহস্পতিবার (২০ মার্চ, ২০২৫) দিবাগত রাতে উয়েফা ন্যাশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ডাচদের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে স্পেন।

রটারডামে লুইস দে লা ফুয়েন্তের স্পেনকে প্রথমার্ধের নয় মিনিটের মাথায় লিড এনে দেন নিকো উইলিয়ামস। ডাচ ফুল-ব্যাক জরেল হাতো নিজের ডিফেন্সে বল হারালে উইলিয়ামস সুযোগটি কাজে লাগান। এরপরই স্বাগতিকরা দারুণভাবে ঘুরে দাঁড়ায়। ২৮ মিনিটে জাস্টিন ক্লুইভার্টের পাস থেকে নিচু শটে জাল খুঁজে নেন লিভারপুল ফরোয়ার্ড কোডি গাকপো।

আরো পড়ুন:

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই এগিয়ে যায় ডাচরা। বিরতির পর খেলা শুরু হলে ৩৯ সেকেন্ডের মাথায় তিজানি রেইন্ডার্সের নিচু শট এগিয়ে দেয় তাদের। সেই ব্যবধান রেখেই খেলা এগুচ্ছিল। তবে ম্যাচের ৮১ মিনিটে হাতো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে, দশজনের দলে পরিণত হয় ডাচরা। স্পেন সে সুবিধা ভালোভাবেই কাজে লাগিয়েছে। যোগ করা সময়ে মেরিনো গোল করে বর্তমান চ্যাম্পিয়নদের ড্র নিশ্চিত করেন।

এই নিয়ে টানা ১৭ ম্যাচে অপরাজিত রইলো ২০২৪ ইউরো চ্যাম্পিয়ন স্পেন। সবশেষ গত বছরের ২২ মার্চ লন্ডনে প্রীতি ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছিল তারা।

আগামী রোবিবার (২৩ মার্চ, ২০২৫) ভ্যালেন্সিয়ায় দ্বিতীয় লেগে মাঠে নাম্বে দুদল। 

ঢাকা/নাভিদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়