ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাইব্রেকার জিতে সেমিফাইনালে ফ্রান্স

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ২৪ মার্চ ২০২৫   আপডেট: ১৬:৪৪, ২৪ মার্চ ২০২৫
টাইব্রেকার জিতে সেমিফাইনালে ফ্রান্স

উয়েফা ন্যাশন্স লিগের সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। রোববার দিবাগত রাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ চারে নাম লেখায় ফ্রান্স।

প্রথম লেগে ২-০ ব্যবধানে হার মানা ফ্রান্স ঘরের মাঠে এদিন ফিরতি লেগ ২-০ জিতে। তাতে ২-২ সমতা নিয়ে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও সমতা না ভাঙলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে এবং টাইব্রেকারে জয় নিশ্চিত করে ফ্রান্স।

আরো পড়ুন:

গত আসরের ফাইনালে স্পেনের কাছে টাইব্রেকারে হেরে গিয়েছিল ক্রোয়েশিয়া। এবারও একই পরিণতি বরণ করতে হলো তাদেরকে।

নির্ধারিত সময়ে স্টেড দে ফ্রাঁসে ফ্রান্সের হয়ে গোল করেন মাইকেল ওলিজ ও উসমান দেম্বেলে। বৃহস্পতিবারের প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে থাকার পর এই দুই গোলেই তারা ঘুরে দাঁড়ায়। অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে ফ্রান্সের গোলরক্ষক মেইনান ক্রোয়েশিয়ার মার্টিন বাতুরিনা ও জোসিপ স্টানিসিচের শট আটকে দেন। এছাড়া ক্রোয়েশিয়ার ফ্রাঞ্জো ইভানোভিচও গোল মিস করেন।  

ফ্রান্সের হয়ে অবশ্য জুল কুন্দে ও থিও হার্নান্দেজ পেনাল্টি মিস করলেও শেষ পর্যন্ত সপ্তম শট নিতে এসে দাইওত উপামেকানো গোল করলে জয় নিশ্চিত হয়। তখনই স্টেড দে ফ্রাঁসের ৭৭ হাজার ৫০২ দর্শক উল্লাসে ফেটে পড়ে।

ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে ম্যাচের পর বলেন, “আমরা জানতাম, আজকের রাতটা আমাদের হতে পারে। আমাদের আত্মবিশ্বাস ছিল। আর পেনাল্টিতে আমাদের দুর্দান্ত এক গোলরক্ষক আছে, যিনি পার্থক্য গড়ে দিতে পারেন।”

ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচ বলেন, “এটা আমাদের জন্য খুব কঠিন রাত। প্রথম লেগের পারফরম্যান্স আমরা ধরে রাখতে পারিনি। তবে, এটা আমাদের জন্য ভালো অভিজ্ঞতা। এখন লক্ষ্য বিশ্বকাপ বাছাই, এবং আমি বিশ্বাস করি আমরা তা পারব।”

ক্রোয়েশিয়া এখন ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে মনোযোগ দেবে। তারা জুন মাসে গ্রুপ ‘এল’-এর ম্যাচগুলো শুরু করবে, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে চেক রিপাবলিক, মন্টেনেগ্রো, ফারো দ্বীপপুঞ্জ ও জিব্রাল্টার।

২০২১ সালের নেশন্স লিগ চ্যাম্পিয়ন ফ্রান্স এবার সেমিফাইনালে পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনকে। আগামী ৫ জুন জার্মানির স্টুটগার্টে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়