ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদের শুভেচ্ছা বার্তায় যা বললেন হামজা-জামালরা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৮, ৩১ মার্চ ২০২৫   আপডেট: ১৭:৩৯, ৩১ মার্চ ২০২৫
ঈদের শুভেচ্ছা বার্তায় যা বললেন হামজা-জামালরা

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও খুশির আমেজে আজ সোমবার (৩১ মার্চ) বাংলাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। আর ঈদ উপলক্ষ্যে বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন গেল ২৫ মার্চ বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়া হামজা চৌধুরী, বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ও অন্যান্য ফুটবলাররা।

হামজা তার ঈদ শুভেচ্ছা বার্তায় বলেন, ‘‘আসসালামু আ’লাইকুম সবাইকে। আমি ও আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। আল্লাহ আপনাদের মঙ্গল করুক। শিগগিরই দেখা হবে ইনশাল্লাহ।’’

আরো পড়ুন:

জামাল ভূঁইয়া বলেন, ‘‘আসসালামু আ’লাইকুম সবাইকে। ঈদ মোবারক। আশা করি সবাই পরিবারের সাথে ঈদ উপভোগ করতেছো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।’’

ফুলব্যাক রহমত মিয়া বলেন, ‘‘রোজা আমাদের আত্মসংযম শিখিয়েছে। একে-অপরের প্রতি প্রতিহিংসা ভুলে, একে-অপরের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিই। সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।’’

সাদ উদ্দিন ভিডিও বার্তায় বলেন, ‘‘সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো। সবাই আত্মীয়-স্বজন, ফ্যামিলি, বন্ধু-বান্ধব নিয়ে ঈদ উদযাপন করো। সুস্থা থাকো। ঈদ মোবারক।’’

জাতীয় দলের স্ট্রাইকার শেখ মোরসালিন বলেন, ‘‘দেশ এবং দেশের বাইরে অবস্থানরত সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের শক্তি। এই পবিত্র দিনে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বয়ে আনুক।’’

গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ বলেন, ‘‘আসসালামু আ’লাইকুম। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাইকে ঈদ মোবারক।’’

জাতীয় ফুটবল দলের নির্ভরযোগ্য লেফটব্যাক ইসা ফয়সাল বলেন, ‘‘ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। সবাইকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।’’

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়