ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়াসিম-ইমরান পারলে তাসকিন কেন পারবে না, সুজনের প্রশ্ন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৬, ৫ এপ্রিল ২০২৫   আপডেট: ১৬:২১, ৭ এপ্রিল ২০২৫
ওয়াসিম-ইমরান পারলে তাসকিন কেন পারবে না, সুজনের প্রশ্ন

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদ এখনো ফাঁকা। লিটন দাস নেতৃত্ব পাচ্ছেন এমন ইংগিত খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফারুক আহমেদ দিয়েছেন। কিন্তু আলোচনায় আছেন পেসার তাসকিন আহমেদও। কেবল পেসার বলেই তাসকিনকে নিয়ে আছে অনেকের দ্বিমতও।

বিষয়টি ভালোভাবে নেননি ঢাকা লিগে গুলশান ক্রিকেট ক্লাবে কোচিংয়ের দায়িত্বে থাকা খালেদ মাহমুদ সুজন। পাকিস্তানের ওয়াসিম আকরাম-ইমরান খানদের উদাহরণ দিয়ে সুজনের ভাষ্য, তারা পারলে তাসকিন কেন পারবেন না?

আরো পড়ুন:

শনিবার (৫ এপ্রিল) মিরপুরে সংবাদমাধ্যমে তাসকিনের অধিনায়কত্ব নিয়ে এক প্রশ্নে সুজন বলেন, “ওয়াসিম আকরাম পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন। ইমরান খান দিয়েছেন, ইয়ান বোথাম দিয়েছেন। তারা অলরাউন্ডার ছিলেন যদিও এটা বলতেই পারেন। পেস বোলাররা অধিনায়কত্ব করতে পারবেন না এই কথাটা একদম ঠিক না।”

বাংলাদেশের হয়ে ৭৩ টি-টোয়েন্টি খেলেছেন তাসকিন। উইকেট নিয়েছেন ৮২টি। নেতৃত্ব দেওয়ার মতো যথেষ্ট গুণাবলী আছে এই পেসারের মধ্যে। বিপিএলেও তাকে নেতৃত্ব দিতে দেখা গেছে। বিশেষ করে পেসাররা ইনজুরি প্রবণ হয় সেটা নিয়ে উঠেছে প্রশ্ন।

সেই ব্যাখাও দিয়েছেন সুজন, “যদি তাসকিনের ইনজুরি হয়, অধিনায়কত্ব করতে না পারে, তো দলে একজন ভাইস ক্যাপ্টেন থাকবেন সে চালিয়ে নিবে। এটা তো আসলে বোর্ডের ব্যাপার। পেসাররা অধিনায়কত্ব করতে পারবে না, এটা ভুল কথা। নলেজ থাকাটা গুরুত্বপূর্ণ, তাসকিনের মধ্যে অধিনায়কত্ব ম্যাটেরিয়ালন্স আছে কিনা এটা গুরুত্বপূর্ণ।”

কেবল ওয়াসিম-ইমরান নয়, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়কও একজন পেসার। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বাংলাদেশ সাদা বলের ক্রিকেটে পেয়েছিল সর্বোচ্চ সাফল্য। অন্যদিকে সুজন কেবল তাসকিন নয়, লিটনের উপরও রাখছেন ভরসা।

“বোর্ডের সিদ্ধান্ত তাকে দলে নিবে কি নিবে না, আগে চিন্তা করতে হবে। যদি দলে না থাকে তাহলে অধিনায়কত্ব কিভাবে দেবেন। আগে সে দলে ফিরুক, আমি মনে করি লিটন এখনো বাংলাদেশের টপ ব্যাটারদের একজন। খারাপ সময় মানুষের থাকতেই পারে।”

ঢাকা/রিয়াদ/নাভিদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়