ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মোহামেডানে খেলবেন মোস্তাফিজ 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৬, ১৫ এপ্রিল ২০২৫  
মোহামেডানে খেলবেন মোস্তাফিজ 

চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দলবদলের সময় কোনো দলই মোস্তাফিজুর রহমানে প্রতি আগ্রহ দেখায়নি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য তাকে পুরো আসরে পাওয়া যাবে না এমন ভাবনায় মোস্তাফিজকে নেয়নি কেউ।

অবশেষে সুপার লিগে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দলটির জার্সিতে আজ মিরপুরে অনুশীলনও করেন এই পেসার। ক্লাবের একটি সূত্র রাইজিংবিডিকে নিশ্চিত করেছে। 

আরো পড়ুন:

জাতীয় দলের খেলা থাকয় মোহামেডান ভুগছে তারকা শূন্যতায়। মেহেদী হাসান মিরাজসহ নিয়মিত একাদশের ৭ জন নেই দলে। মোস্তাফিজের অন্তর্ভুক্তি দলটির জন্য অবশ্য কিছুটা হলেও স্বস্তি ফেরাবে।

১১ ম্যাচে নয় জয়ে দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। সমান পয়েন্ট নিয়ে আবাহনী শীর্ষে। ১৭ এপ্রিল সুপার লিগের প্রথম দিন মিরপুরে মোহামেডানের প্রতিপক্ষ লিজেন্ডস অব রূপগঞ্জ। 

ঢাকা/রিয়াদ/নাভিদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়