ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইসিসি ঘোষিত সেরা একাদশে বাংলাদেশের তিন ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ২০ এপ্রিল ২০২৫   আপডেট: ১৯:১৯, ২০ এপ্রিল ২০২৫
আইসিসি ঘোষিত সেরা একাদশে বাংলাদেশের তিন ক্রিকেটার

‘নারী ক্রিকেট বিশ্বকাপ-২০২৫’ এর বাছাইপর্ব শেষ হয়েছে। সেখান থেকে পাকিস্তান ও বাংলাদেশ দল জায়গা করে নিয়েছে বিশ্বকাপের চূড়ান্তপর্বে। আর এই বাছাইপর্ব শেষ হওয়ার পর এবার সেরা পারফরমারদের নিয়ে ‘টিম অব দ্য টুর্নামেন্ট’ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই একাদশে জায়গা পেয়েছেন পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের ক্রিকেটাররা।

সেরা একাদশের নেতৃত্বে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। এই তালিকায় বাংলাদেশ থেকে মোট তিনজন খেলোয়াড় জায়গা পেয়েছেন। তিন জন পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ থেকে। অন্যদিকে পাকিস্তান থেকে সর্বোচ্চ পাঁচজন। বাকি একজন স্কটল্যান্ড থেকে।

আরো পড়ুন:

তালিকায় জায়গা পাওয়া খেলোয়াড় ও পারফরম্যান্সের সংক্ষিপ্ত পরিসংখ্যান:
১. হেইলি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ): মোট ২৪০ রান (সর্বোচ্চ ১১৪*), ১৩ উইকেট, সেরা বোলিং ৪/২৪, ৪টি ক্যাচ।
২. মুনীবা আলী (পাকিস্তান): মোট ২২৩ রান (সর্বোচ্চ ৭১), ২টি ক্যাচ।  
৩. শারমিন আক্তার (বাংলাদেশ): মোট ২৬৬ রান (সর্বোচ্চ ৯৪*), ১টি ক্যাচ।  
৪. ক্যাথরিন ব্রাইস (স্কটল্যান্ড): মোট ২৯৩ রান (সর্বোচ্চ ১৩১*), ৬ উইকেট, সেরা বোলিং ৩/৪৯।
৫. নিগার সুলতানা (বাংলাদেশ) – উইকেটরক্ষক: মোট ২৪১ রান (সর্বোচ্চ ১০১), ২টি ক্যাচ, ৩টি স্ট্যাম্পিং।
৬. ফাতিমা সানা (পাকিস্তান) – অধিনায়ক: মোট ১০৩ রান (সর্বোচ্চ ৬২), ১২ উইকেট, সেরা বোলিং ৪/২৩।
৭. চিনেল হেনরি (ওয়েস্ট ইন্ডিজ): মোট ১৭১ রান (সর্বোচ্চ ৫১*), ১ উইকেট, ৪টি ক্যাচ।
৮. আলিয়া অ্যালেন (ওয়েস্ট ইন্ডিজ): মোট ৬৩ রান (সর্বোচ্চ ২২), ১২ উইকেট, সেরা বোলিং ৪/৩৯, ২টি ক্যাচ ।
৯. ক্যাথেরিন ফ্রেসার (স্কটল্যান্ড): মোট ৭৭ রান (সর্বোচ্চ ৩৩), ১০ উইকেট, সেরা বোলিং ৩/২৮।  
১০. নাশরা সান্ধু (পাকিস্তান): মোট ১০ উইকেট, সেরা বোলিং ৩/১৯, ১টি ক্যাচ।  
১১. সাদিয়া ইকবাল (পাকিস্তান): মোট ৯ উইকেট, সেরা বোলিং ৩/২৮।

রিজার্ভ খেলোয়াড়:
রাবেয়া খান (বাংলাদেশ):
মোট ৬ উইকেট, সেরা বোলিং ৩/৩৯, ১টি ক্যাচ।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়