ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ম্যাচ জিতিয়ে মর্মাহত ডি ব্রুইনে জানালেন, চুক্তি নবায়নের প্রস্তাব পাননি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০১, ৩ মে ২০২৫   আপডেট: ১৫:১১, ৩ মে ২০২৫
ম্যাচ জিতিয়ে মর্মাহত ডি ব্রুইনে জানালেন, চুক্তি নবায়নের প্রস্তাব পাননি

কেভিন ডি ব্রুইনে আর ম্যানচেস্টার সিটি, এই নাম দুটি যেন সমার্থক। পেপে গার্দিওলার অধীনে যে শক্তিশগালী ম্যানসিটি গড়ে উঠেছিল তার মূল স্তম্ভ ছিলেন এই বেলজিয়ান মিডফিল্ডার। তবে বলা হয়, সব কিছুরই ইতি আছে। সেই বানীকে সত্যতা দিয়ে, হঠাৎ গত মাসে ডি ব্রুইনে জানান, সিটি তার সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে!

শুক্রবার (২ মে) ম্যানসিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে নিজের দ্বিতীয় শেষ ম্যাচ খেলেছেন ডি ব্রুইনে। ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ১-০ গোলে হারিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে ম্যানসিটি। সামনের মৌসুমে তাদের চ্যাম্পিয়নস লিগে খেলা নিয়ে যে সংশয়ের মেঘ তৈরি হয়েছিল সেটা কেটে গিয়েছে আপাতত।

আরো পড়ুন:

ঘরের মাঠ ইতিহাদে প্রথমার্ধে কিছুটা চাপে থাকলেও, ৩৫তম মিনিটে জেরেমি ডকুর বাঁ দিক থেকে করা কাট-ব্যাকে ডি ব্রুইনের সাইড ফুটের শটে বল জালে জড়িয়ে দেন। স্টেডিয়াম জুড়ে তখন গর্জে ওঠে কোরাস: “ওহ, কেভিন ডি ব্রুইনে!” জন্ম নেয় এক আবেগঘন মুহূর্তেরে। এটি ৩৩ বছর বয়সী ডি ব্রুইনার ইতিাহাদে দ্বিতীয় শেষ ম্যাচ।

ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে ডি ব্রুইনে বলেন, “আমি জানি এখানে (ইতিহাদে) এখনও একটি ম্যাচ বাকি আছে। আমি আমার কাজ ঠিকমতো করার চেষ্টা করি, আজকেও সেটা করেছি। গর্বিত যে ঠিকভাবে খেলতে পেরেছি।”

গত দুই মৌসুমে চোটের সঙ্গে লড়াই করা ডি ব্রুইনে বিস্ময় প্রকাশ করেছিলেন যে, ক্লাব তার চুক্তি নবায়নের প্রস্তাব দেয়নি। তিনি বিশ্বাস করেন তার এখনও অনেক কিছু দেওয়ার আছে তার। এই ম্যাচে সেই দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। ডি ব্রুইনে বলেন, “অনেক সতীর্থ বলেছে, দুঃখজনক যে আমাকে চলে যেতে হবে। জীবনে এমনটাই হয় কখনো কখনো। আমি দলের একজন হিসেবে সব দিয়েছি, জিততে চেয়েছি, এখনও চাই।”

ভবিষ্যত সম্পর্কে জানতে চাইলে ডি ব্রুইনে জানান, “দুঃখজনকভাবে, আমি এখনো জানি না। আমি দেখিয়েছি যে আমি এখনো খেলতে পারি, না হলে গত চার-পাঁচ সপ্তাহে যা করেছি, তা করতে পারতাম না।”

এই জয়ে গার্দিওলার দল ৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে অস্থায়ীভাবে এক ধাপ ওপরে উঠে এসেছে। তারা চতুর্থ স্থানে থাকা নিউক্যাসলের চেয়ে ২ পয়েন্ট এবং চেলসি ও নটিংহ্যাম ফরেস্টের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে। যদিও এই তিন দলেরই একটি করে ম্যাচ হাতে আছে।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়