ঢাকা     রোববার   ১৩ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৯ ১৪৩২

চিকিৎসক প্রেসিডেন্ট ও কোচিং কিংবদন্তিতে নতুন অধ্যায় ব্রাজিলে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৮, ২৬ মে ২০২৫  
চিকিৎসক প্রেসিডেন্ট ও কোচিং কিংবদন্তিতে নতুন অধ্যায় ব্রাজিলে

দক্ষিণ আমেরিকার ফুটবলে যেন নতুন সূর্যোদয়! একদিকে ইউরোপীয় কোচিং ধারার প্রতিনিধি কার্লো আনচেলত্তি, অন্যদিকে চিকিৎসাবিদ্যা ও ব্যবসা জগৎ পেরিয়ে ফুটবলে আসা সামির দাউদ। ব্রাজিল ফুটবলের ইতিহাসে এই প্রথমবার একসঙ্গে দায়িত্ব নিলেন এমন ভিন্নধর্মী দুই নেতা। যারা মাঠের বাইরে থেকেও খেলাটিকে পাল্টে দিতে পারেন ভিতর থেকে।

স্থানীয় সময় রোববার (২৫ মে) ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এর নির্বাচনে চূড়ান্ত জয় নিশ্চিত করেন সামির দাউদ। ১৪৩ ভোটের মধ্যে ১০১ ভোটে জয়লাভ, ব্রাজিলের শীর্ষ ক্লাবগুলোর সরাসরি সমর্থন; সব মিলিয়ে তার জয় ছিল অপেক্ষাকৃত সহজ ও একচেটিয়া। চিকিৎসক থেকে ব্যবসায়ী, আর সেখান থেকে ক্রীড়া সংগঠক; তার এই যাত্রা যেন অনেকটাই অপ্রচলিত কিন্তু বিস্ময়কর।

এরই মধ্যে সোমবার (২৬ মে) রাতে রিও ডি জেনেইরোতে অবতরণ করেন ডন ‘কার্লো আনচেলত্তি। সঙ্গে ছিলেন সিবিএফের পরিচালক রদ্রিগো কায়তানো। রিয়াল মাদ্রিদে সময় শেষ করে এবার তার নতুন চ্যালেঞ্জ, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচিং করানো।

আরো পড়ুন:

সামির দাউদ আনুষ্ঠানিকভাবে আনচেলত্তিকে স্বাগত জানিয়ে জানান, ‘‘এটি আমাদের জন্য একটি নতুন যুগের শুরু। আমরা ব্রাজিলিয়ান ফুটবলে নতুন ধারণা ও গঠনমূলক পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চাই।’’

এদিকে আনচেলত্তির সামনে আরেকটি চ্যালেঞ্জ, ব্রাজিল জাতীয় দলের প্রথম স্কোয়াড ঘোষণা করা। গুঞ্জন অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার রাত ১২টায় তিনি দল প্রকাশ করতে পারেন। কারণ, সামনে আছে দুটি গুরুত্বপূর্ণ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। ৬ জুন ইকুয়েডরের বিপক্ষে খেলার পর ১১ জুন প্যারাগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল।

সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিল যেভাবে বড় টুর্নামেন্টে ধারাবাহিকতা হারিয়েছে, তাতে বোঝাই যাচ্ছে এই যুগল নেতৃত্ব শুধু নতুন নয়, একধরনের রিসেট বাটনও।

একজন ইউরোপের সফলতম কোচদের একজন, অন্যজন নেতৃত্বে আনছেন কর্পোরেট শৃঙ্খলা ও মেডিক্যাল প্রিসিশন। ফুটবল যখন শুধু মাঠের খেলা থাকে না, তখন এ ধরনের নেতাই হয়ে ওঠেন গেমচেঞ্জার।

এই জুটির ভবিষ্যৎ ফলাফল এখন সময়ই বলবে। তবে এটুকু নিশ্চিত, ব্রাজিল ফুটবলে ভিন্নমাত্রার এক অধ্যায় শুরু হয়ে গেছে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়