ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফারুকের বিরুদ্ধে ৮ পরিচালকের অনাস্থা, থাকছে না পদ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৪, ২৯ মে ২০২৫   আপডেট: ১৯:৩০, ২৯ মে ২০২৫
ফারুকের বিরুদ্ধে ৮ পরিচালকের অনাস্থা, থাকছে না পদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে ৮ জন পরিচালক অনাস্থা প্রকাশ করেছেন।

তারা হলেন—নাজমুল আবেদীন ফাহিম, ফাহিম সিনহা, মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, মাহবুব উল আলম, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম আহমেদ, মো. মনজুর আলম ও মো. সালাহউদ্দিন চৌধুরী।

আরো পড়ুন:

একমাত্র পরিচালক আকরাম খান তার বিরুদ্ধে অনাস্থা জানাননি। এই ৮ পরিচালক ফারুকের স্বৈরাচারী আচরণ, দুর্নীতিপরায়ণতা এবং ক্রিকেটের কাজে বিঘ্ন ঘটানোর অভিযোগ এনে তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন।

ফারুক পদত্যাগ না করলেও আর বিসিবিতে থাকতে পারবেন না। গঠনতন্ত্র অনুযায়ী তার পরিচালক পদ বাতিল হয়ে যাবে। ৫ আগস্ট দেশে সরকার পরিবর্তনের পর ২১ আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি হিসেবে বিসিবি পরিচালক হন ফারুক। এরপর পরিচালনা পর্ষদের সংখ্যাগরিষ্ঠ ভোটে তিনি নির্বাচিত হন সভাপতি।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে পদত্যাগ না করার বিষয়টি রাইজিংবিডি ডটকমকে নিশ্চিত করেছেন ফারুক আহমেদ। মুঠোফোনে তিনি বলেন, “পদত্যাগ করব না আমি, কোনো কারণ নেই। কেউ কোনো কারণ দেখাতেও পারেনি।”

এর কিছুক্ষণ পরেই ৮ পরিচালকের অনাস্থার বিষয়টি প্রকাশ্যে আসে। এখন ফারুকের জায়গায় এনএসসির প্রতিনিধি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের আসার কথা রয়েছে।

গত বছরের ৫ আগস্ট দেশে ক্ষমতার পরিবর্তনের পর বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন। রাজনৈতিক পটপরিবর্তনের পর জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবির জন্য ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিমকে পরিচালক হিসেবে নিয়োগ দেয়। পরবর্তীতে ফারুক বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পান।

তবে শুরু থেকেই তার কাজ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে। পাশাপাশি মাঠের ক্রিকেটেও নেই কোনো সুখবর। এসব কারণেই বিসিবি সভাপতি হিসেবে তিনি প্রবলভাবে সমালোচিত।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়