ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের ফাইনাল রবিবার

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৩, ৩১ মে ২০২৫  
কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের ফাইনাল রবিবার

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের দুইটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ রবিবার (১ জুন) পল্টন মাঠে অনুষ্ঠিত হবে।

দিনের প্রথম সেমিফাইনালে সকাল ৯টায় মুখোমুখি হবে এটিএন বাংলা ও দেশ টিভি। একই সময়ে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ঢাকা ট্রিবিউন ও দৈনিক যুগান্তর। সেমিফাইনাল ম্যাচের বিজয়ীরা সকাল ১১টায় ফাইনাল ম্যাচ খেলবে।

শনিবার পল্টন মাঠে চারটি কোয়ার্টার ফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হয়। দৈনিক যুগান্তর হারিয়েছে প্রথম আলোকে। নির্ধারিত সময়ের খেলা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর গোলশূন্য ড্র হয়। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায় যুগান্তর। যুগান্তরের গোল রক্ষক সালমান ম্যাচ সেরা নির্বাচিত হন।

এটিএন বাংলা ও এখন টিভির মধ্যকার ম্যাচটিও টাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতে সেমিফাইনাল খেলা নিশ্চিত করে এটিএন বাংলা। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন আদদ্বীন সজীব। 

গতবারের ফাইনালিস্ট দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে হারিয়েছে দেশ টিভি। ১-০ গোলের জয়ে শেষ চারে জায়গা পায় দেশ টিভি। একমাত্র গোলটি করে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন ইউসুফ।

আরেক কোয়ার্টার ফাইনালে ঢাকা ট্রিবিউন জয় পেয়েছে চ্যানেল আইয়ের বিপক্ষে। ম্যাচের শেষ মিনিটে গোল করে দলকে জেতান ঢাকা ট্রিবিউনের অধিনায়ক ফজলে রাব্বি মুন।

অংশগ্রহণকারী দলের ম্যাচ ফি, প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন সাবেক জাতীয় ফুটবলার জসীমউদ্দিন আহমেদ জোসি, জাতীয় হকি দলের সাবেক তারকা খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল, ঢাকা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, বিএসজেএর সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এসএম সুমন ও টুর্নামেন্টের আহ্বায়ক ও বিএসজেএর সহ সভাপতি রায়হান আল মুঘনি।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়