ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আন্তর্জাতিক কোচ হতে চান মাহমুদউল্লাহ ও মুশফিক, জানালেন বিসিবি সভাপতি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪০, ১ জুন ২০২৫   আপডেট: ১৯:৫৪, ১ জুন ২০২৫
আন্তর্জাতিক কোচ হতে চান মাহমুদউল্লাহ ও মুশফিক, জানালেন বিসিবি সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নিয়েই সামনে তাকানোর পরিকল্পনা শুরু করেছেন। দেশের ক্রিকেটে টেকসই উন্নয়ন আনতে তিনি সাজিয়েছেন একটি সুস্পষ্ট রোডম্যাপ। শুধু জাতীয় দলের পারফরম্যান্সই নয়, বরং গোটা ক্রিকেট কাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন তিনি।

নিজের পরিকল্পনায় বুলবুল তুলে ধরেছেন ‘ট্রিপল সেঞ্চুরি’ ধারণা— শতভাগ ট্রাস্ট, শতভাগ প্রোগ্রাম এবং শতভাগ রিচ। এর মধ্য দিয়ে দেশের প্রতিটি প্রান্তে ক্রিকেট পৌঁছে দিতে চান তিনি।

আরো পড়ুন:

এদিকে প্রাক্তন ক্রিকেটারদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর দিকেও নজর দিয়েছেন বুলবুল। তিনি চান, যারা কোচিং ক্যারিয়ার গড়তে আগ্রহী, বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ে, তাদের জন্য আলাদা ট্রেনিং ও এডুকেশন প্রোগ্রাম চালু করতে।

বিষয়টি নিয়ে বুলবুল বলেন, “তবে এটা ঠিক, ভালো ক্রিকেটার হলেই সে ভালো কোচ বা প্রশাসক হবে— এমনটা নয়। সেই ব্যবস্থাগুলো আমরা করব। বিসিবিতে যোগ দেওয়ার আগেই মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ আমার সঙ্গে যোগাযোগ করেছে। তারা আন্তর্জাতিক কোচ হতে চায়। ইনশাআল্লাহ, আমরা এই ট্রেনিং-এডুকেশন প্রোগ্রামগুলো ক্রিকেট বোর্ডের মাধ্যমে চালু করব।”

সাবেক ক্রিকেটারদের বোর্ডে সম্পৃক্ত করার প্রসঙ্গে তিনি আরও বলেন, “নান্নু ভাই বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান, আকরাম ভাই অন্যতম সেরা অধিনায়ক, লিপু ভাই, বাশার ভাই— সবাই কিংবদন্তি। তারা উইকেট, মাঠ আর ড্রেসিং রুমের চরিত্র বোঝেন। এমন সাবজেক্ট ম্যাটার এক্সপার্টদের আমাদের কাজে লাগাতে হবে।”

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়