হোয়াইটওয়াশের পর লিটন বললেন, ‘আমরা ঘুরে দাঁড়াব’
প্রথম তিন ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই পরাজয়। শেষ ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। যেকোনো হারই কষ্টদায়ক, তবে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের এমন পরাজয় সবকিছুকেই ছাপিয়ে গেছে।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হারার পর এবার পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ। সাম্প্রতিক ছয়টি টি-টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র জয়; বাকি পাঁচটিতেই হার।
এমন কঠিন সময়েই অধিনায়কত্ব পেয়েছেন লিটন দাস। আর নেতৃত্বের শুরুতেই বড় ধাক্কা খেলেন তিনি। পাকিস্তানে হোয়াইটওয়াশ হওয়ার পর সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক। সঙ্গে দিয়েছেন ঘুরে দাঁড়ানোর আশ্বাস।
“বাংলাদেশি সমর্থকদের কাছে আমি সত্যিই দুঃখিত। আমরা একটি ম্যাচও জিততে পারিনি। আশা করি, আমরা ঘুরে দাঁড়াব,” — বলেন লিটন।
দলের ব্যর্থতার কারণ হিসেবে ক্রিকেটারদের বারবার করা একই ভুলকেই দেখছেন লিটন দাস। তার মতে, খেলোয়াড়রা এখনও নিজেদের ভুল থেকে বের হতে পারছে না।
“অবশ্যই হতাশ। আমরা ভালো বোলিং করতে পারিনি। আগের দুই ম্যাচে ব্যাটিং ও ফিল্ডিংও ছিল হতাশাজনক। সম্ভবত, আজকের ম্যাচে এই উইকেটে আমরা ভালো ব্যাটিং করেছি।”
“এই উইকেটটি খুব ভালো। ভিন্ন ভিন্ন ব্যাটসম্যানের বিপক্ষে কীভাবে বল করতে হবে, সেটা আমাদের শিখতে হবে। প্রতিটি ব্যাটসম্যানের আলাদা শক্তি ও দুর্বলতা থাকে। আমাদের এসব বিষয়ে চিন্তা করতে হবে এবং সে অনুযায়ী বোলিং পরিকল্পনা করতে হবে,” — যোগ করেন লিটন দাস।
ঢাকা/ইয়াসিন/আমিনুল