ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোল পেলেন হামজা, ভুটানকে ২-০ গোলে হারাল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০১, ৪ জুন ২০২৫   আপডেট: ২২:২৯, ৪ জুন ২০২৫
গোল পেলেন হামজা, ভুটানকে ২-০ গোলে হারাল বাংলাদেশ

বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর দ্বিতীয় ম্যাচ। গোলের খাতা খুলতে সময় নিলেন না। নিখুঁত এক হেডে বল জড়ালেন জালে। হামজার শুরুর গোল ও সোহেল রানার পরবর্তী লক্ষ্যভেদে বাংলাদেশ ২-০ গোলে হারাল ভুটানকে। 

৫৫ মাস পর জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফিরল। সংস্কারের জন‌্য বন্ধ হয়ে ছিল খেলা। বাংলাদেশ শুরুটা দারুণ জয়ে রাঙাল। হামজা চৌধুরীর বাংলাদেশে অভিষেকটাও হলো ধ্রুপদী। গত মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ে তৃতীয় রাউন্ডের ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজার। ম্যাচটা হয়েছিল ভারতের গৌহাটিতে। এবার ঘরের মাঠ পল্টনে।

আরো পড়ুন:

১০ জুন ঢাকায় এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। এই ম্যাচের আগে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের আয়োজন করে বাফুফে। এক প্রকার প্রস্তুতি ম্যাচও বলা যায়। ফিফা র্যাংকিংয়ে দুই দলের অবস্থান পিঠাপিঠি। ভুটাটের ১৮২। বাংলাদেশের ১৮৩। নিজেদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্যই এই ম্যাচের আয়োজন। সেই লক্ষ্য ঠিকঠাক পূরণ হয়েছে দারুণ এক জয়ে।

দেশের ফুটবলে চলছে হামজা ক্রেজ। মাঠে, ঘাটে, বন্দরে সব জায়গাতেই একটাই নাম, হামজা। গ‌্যালারিতেও ছিল আজ তার নামের প্ল‌্যাকার্ড। ভক্তদের হতাশ করেননি এই তারকা ফুটবলার। নিজে দায়িত্ব নিয়েই দলকে এগিয়ে নেন ম‌্যাচের শুরুতে। ইংল‌্যান্ড প্রবাসী এই ডিফেন্সিভ মিডফিল্ডার ষষ্ঠ মিনিটে গোল করেন। কর্নার থেকে অধিনায়ক জামাল ভূঁইয়ার কিক। বাঁকানো সেই কিক খুঁজে নেয় হামজাকে। একটু এগিয়ে এসে লাফিয়ে হেড নিলেন। ভুটানের গোলরক্ষকের চেয়ে দেখা ছাড়া কিছু করার উপায় ছিল না।

আক্রমণাত্মক ফুটবল খেলার বার্তা আগেই দিয়ে রেখেছিলেন ম‌্যানেজার কাবরেরা। মাঠের ফুটবলেও সেই ছাপ দেখা গেল। প্রথম গোলের পর আরো আক্রমণাত্মক দল। প্রতিপক্ষের ডেরায় ঢুকে গোল মুখে বারবার চেষ্টা। গোল হয়নি। কিন্তু প্রতিপক্ষ শিবিরে কাঁপন ধরানো গেছে। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় দল। 

ফিরেই আবার গোলের দেখা পায় স্বাগতিকরা। এবার লোকাল তারকা সোহেল রানার প্রায় ২৫ গজ দূরের ঝোড়ো শট খুঁজে পায় ভুটানের জাল। রাকিবের বাড়ানো ক্রস পুরোপুরি ক্লিয়ার করতে পারেনি ভুটান। ফাকা জায়গায় বল পেয়ে বাম পায়ে শটে গোল করেন সোহেল। গ‌্যালারি ফেঁটে পড়ে আরো একবার।

এই উন্মাদনা, উল্লাস টিকে ছিল ম‌্যাচের শেষ পর্যন্ত। রেফারি কাসুন লাকমাল শেষ বাশি বাজালেন। ভুটানকে হারিয়ে জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। গত সেপ্টেম্বরে সবশেষ দেখায় ভুটান ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। নয় মাস পর বাংলাদেশ নিল মধুর প্রতিশোধ।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়