ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রোনালদোর গোলে ২৫ বছর পর জার্মানিকে হারাল পর্তুগাল

ক্রীড়া প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৩, ৫ জুন ২০২৫   আপডেট: ০৮:৪৯, ৫ জুন ২০২৫
রোনালদোর গোলে ২৫ বছর পর জার্মানিকে হারাল পর্তুগাল

একেবারে ‘মোয়া’ গোল যেটাকে বলে, সেটাই। ক্রিস্টিয়ানো রোনালদো গোল করলেন। ধারাভাষ‌্যকার শুধু বলেন, ‘পারফেক্ট ট‌্যাপ-ইন।’ ওতটুকু রোনালদোর গোলের বর্ণনা। বরং গোল করানোর পেছনের নায়কেই প্রশংসায় ভাসালেন।

বাম প্রান্ত থেকে নুনো মেনডেসের আনসেলফিস পাস। চাইলে নিজের পায়ে শটটা নিয়ে গোলের চেষ্টা করতে পারতেন। কিন্তু মেনডেস ডি বক্সের ভেতরে ফাঁকায় থাকা রোনালদোর দিকে বাড়িয়ে দেন। বলটা পায়ের ওপর তুলে দিয়েছিলেন। বাকি সহজ কাজটুকু সারেন রোনালদো।

আরো পড়ুন:

৪০ বছর বয়সী সিআরসেভেন আরো একবার পর্তুগালকে বিপদ থেকে উদ্ধার করলেন। ওয়েফা ন‌্যাশন্স লিগ সেমিফাইনালে স্বাগতিক জার্মানিকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। দলকে ফাইনালে তুলতে ম‌্যাচের ৬৮ মিনিটে গোল করেন সিআরসেভেন। ২১৯তম ম‌্যাচে এটি রোনালদোর আন্তর্জাতিক ফুটবলে ১৩৭তম গোল। যা তার পেশাদার ক‌্যারিয়ারের ৯৩৭তম গোল।

জার্মানির বিপক্ষে এই গোল পর্তুগালের জন‌্য অনেক অরাধ‌্য। ২০০০ সালের ইউরো কাপে শেষবার পর্তুগালের কাছে হেরেছিল জার্মানি। তারপর এই ২৫ বছরে ৫ বার মুখোমুখি হয়েছে দুই দল। সবকটা সাক্ষাতেই জিতেছে জার্মানি। শেষবার ২০২০ সালের ইউরোতে দেখা হয়েছিল দুই দলের। ৪-২ গোলে জয় পেয়েছিল জার্মানি। দুই যুগেরও বেশি সময় পর পর্তুগাল উড়াল বিজয়ের পতাকা। আরেকটি পরিসংখ‌্যানও আছে। ১৯৮৫ সালের পর প্রথমবার পর্তুগাল জার্মানিতে জিতেছে। আর এই জয়ে তারা চলে গেল ফাইনালে। শিরোপা নির্ধারণী ম‌্যাচে তাদের প্রতিপক্ষ হবে স্পেন বা ফ্রান্স।

জার্মানির অ‌্যালায়েঞ্জ এরিনাতে প্রথমার্ধে গোল পায়নি কোনো দল। বিরতি থেকে ফিরে ওইটজের হেডে জার্মানি এগিয়ে যায়। ম‌্যাচের ৪৮তম মিনিটে এই গোলটি হয়। গোল হজমের পর শক্তভাবে পর্তুগাল ফিরে আসে। ম‌্যাচের ৬৩ ও ৬৮; পাঁচ মিনিটের ব‌্যবধানে দুই গোল করে পর্তুগাল।

৫৮ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে প্রবেশ করেন কনসেইকাও। রাইট উইঙ্গার পাঁচ মিনিটের মধ‌্যেই পর্তুগালকে সমতায় ফেরান। এরপর ৬৮ মিনিটে রোনালদোর গোলে পর্তুগাল লিড নেয়। তাতেই ম‌্যাচের ভাগ‌্য নির্ধারণ হয়ে যায়।

জার্মানির বিপক্ষে এর আগে পাঁচবারের দেখায় কখনো জিততে পারেননি রোনালদো। চল্লিশে অদম‌্য রোনালদো নতুন কিছুর স্বাদ পেলেন। দলকে তুললেন ফাইনালে। শিরোপা উঁচিয়ে ধরতে পারেন কিনা সময়ই বলে দেবে।  

ঢাকা/ইয়াসিন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়