ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোলশূন‌্য ড্র ব্রাজিলের, শুরুটা ভালো হলো না আনচেলত্তির

ক্রীড়া ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৪, ৬ জুন ২০২৫   আপডেট: ০৮:৩৯, ৬ জুন ২০২৫
গোলশূন‌্য ড্র ব্রাজিলের, শুরুটা ভালো হলো না আনচেলত্তির

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দলের হয়ে প্রথম অ্যাসাইনমেন্ট কোচ কার্লো আনচেলত্তির। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্রতিপক্ষ ইকুয়েডর। শুরুটা একদমই ভালো না হাইপ্রোফাইাল কোচের।

ইকুয়েডরের বিপক্ষে বিবর্ণ ফুটবল খেলে গোলশূন্য ড্র করেছে ব্রাজিল। একবারেই অগোছালো পারফরম্যান্স ব্রাজিলের। বল দখল, আক্রমণ, রক্ষণ এবং চিরচেনা যে সৌন্দর্য ব্রাজিল ফুটবলের, কিছুই ছিল না। বরং ভক্ত, সমর্থকরা বিরক্ত হচ্ছিলেন তাদের খেলা দেখে।

আরো পড়ুন:

দরিভাল জুনিয়র যেখানে শেষ করেছিলেন আনচেলত্তি সেখানেই শুরু করলেন। ভালো খেলেনি ইকুয়েডরও। নয়তো গোল হজম করতে সময় লাগতো না ব্রাজিলের। পুরো ম্যাচে ৫৩ শতাংশ সময় বল দখল করে রেখেছিলো ইকুয়েডর। গোলমুখে শট নিয়েছিল সাতটি। অন টার্গেটে ছিল তিনটি। সেখানে ৪৭ শতাংশ বল দখলে রেখে ব্রাজিল তিনটি শট নিতে পারে কেবল। অন টার্গেটে ছিল দুই শট।

আনচেলত্তি-ভিনিসিয়াস জুটি জমে উঠেছিল রিয়াল মাদ্রিদদের তাঁবুতে। ব্রাজিল দলেও সেই ছন্দ দেখতে চায় ভক্তরা। প্রথম ম্যাচে ভিনিসিয়াস তেমন কিছুই করতে পারেননি। ২২ মিনিটে গোলের একটি সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু ইকুয়েডরের গোলরক্ষক গানসালো বল ফিরিয়ে দেন।

২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে চতুর্থ স্থানে আছে ব্রাজিল। ১৫ ম্যাচে দলটির পয়েন্ট ২২। ৩৪ পয়েন্ট নিয়ে চূড়ায় থাকা আর্জেন্টিনা এই অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে।

ক্লাব ফুটবলে অসংখ্য শিরোপা জেতা ইতালিয়ান কোচ আনচেলত্তি বিশ্বাস করেন ব্রাজিলকে হেক্সা জেতাতে পারবেন। প্রবল আত্মবিশ্বাস নিয়েই দায়িত্ব নিয়েছিলেন ব্রাজিলের। শুরুটা একেবারেই খারাপ হয়নি। তবে এই দলটাকে নিজের মতো করে গড়তে প্রচুর ঘাম ঝরাতে হবে সেই বার্তা প্রথম ম‌্যাচেই পেয়ে গেছেন আনচেলত্তি। পাঁচ দিন পর দেশের মাটিতে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে।

ঢাকা/ইয়াসিন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়