ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রথমবার ফুটবল বিশ্বকাপে উজবেকিস্তান, জর্ডান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ৭ জুন ২০২৫   আপডেট: ১২:৩৭, ৭ জুন ২০২৫
প্রথমবার ফুটবল বিশ্বকাপে উজবেকিস্তান, জর্ডান

আগামী বছরের বিশ্বকাপে অংশ নেবে ৪৮ দল। ৪৮ দলের এই বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে ফিফা নতুন অনেক দলকে বড় মঞ্চে খেলার সুযোগ করে দিচ্ছে। সেই তালিকায় নাম লিখাল উজবেকিস্তান ও জর্ডান। বাছাইপর্ব পেরিয়ে প্রথমবারের মতো দেশ দুটি জায়গা করে নিয়েছে বিশ্বকাপে।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ৪৮ দলের বিশ্বকাপ হতে যাচ্ছে। স্বাগতিক হওয়ায় যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার বিশ্বকাপ খেলা আগে থেকেই নিশ্চিত। কাল এই তিন দলসহ বাছাইপর্ব খেলে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে আরও সাতটি দল। দল হলো- জাপান, নিউ জিল্যান্ড, ইরান, আর্জেন্টিনা, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও জর্ডান।

আরো পড়ুন:

আবু ধাবীতে সংযুক্ত আরব আমিরাতের সাথে গোলশুন্য ড্র করে গ্রুপ-এ’র দ্বিতীয় দল হিসেবে উজবেকিস্তান বিশ্বকাপের টিকেট পায়। ৯ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে গত মার্চে বিশ্বকাপে খেলা নিশ্চিত করা ইরান।

অন্যদিকে দক্ষিণ কোরিয়া ২-০ গোলে ইরাককে হারিয়ে টানা এগারোবার বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে। জর্ডান বিশ্বকাপ নিশ্চিতের ম্যাচে ৩-০ গোলে হারিয়েছে ওমানকে। ৯ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে জর্ডান।

ঢাকা/ইয়াসিন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়