প্রথমবার ফুটবল বিশ্বকাপে উজবেকিস্তান, জর্ডান
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম
আগামী বছরের বিশ্বকাপে অংশ নেবে ৪৮ দল। ৪৮ দলের এই বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে ফিফা নতুন অনেক দলকে বড় মঞ্চে খেলার সুযোগ করে দিচ্ছে। সেই তালিকায় নাম লিখাল উজবেকিস্তান ও জর্ডান। বাছাইপর্ব পেরিয়ে প্রথমবারের মতো দেশ দুটি জায়গা করে নিয়েছে বিশ্বকাপে।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ৪৮ দলের বিশ্বকাপ হতে যাচ্ছে। স্বাগতিক হওয়ায় যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার বিশ্বকাপ খেলা আগে থেকেই নিশ্চিত। কাল এই তিন দলসহ বাছাইপর্ব খেলে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে আরও সাতটি দল। দল হলো- জাপান, নিউ জিল্যান্ড, ইরান, আর্জেন্টিনা, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও জর্ডান।
আবু ধাবীতে সংযুক্ত আরব আমিরাতের সাথে গোলশুন্য ড্র করে গ্রুপ-এ’র দ্বিতীয় দল হিসেবে উজবেকিস্তান বিশ্বকাপের টিকেট পায়। ৯ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে গত মার্চে বিশ্বকাপে খেলা নিশ্চিত করা ইরান।
অন্যদিকে দক্ষিণ কোরিয়া ২-০ গোলে ইরাককে হারিয়ে টানা এগারোবার বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে। জর্ডান বিশ্বকাপ নিশ্চিতের ম্যাচে ৩-০ গোলে হারিয়েছে ওমানকে। ৯ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে জর্ডান।
ঢাকা/ইয়াসিন/বকুল