সাধ্যের মধ্যে বিশ্বকাপের টিকিট, ১০০ রুপিতে দেখা যাবে খেলা
ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ খবর! আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচের টিকিট এবার সাধারণের একেবারে সাধ্যের নাগালে চলে এসেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, বিশ্বকাপের কিছু ভেন্যুতে সর্বনিম্ন মাত্র ১০০ ভারতীয় রুপি (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৫ টাকার সমান) খরচ করেই মাঠে বসে সরাসরি খেলা দেখা যাবে। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই শুরু হচ্ছে এই বহু প্রতীক্ষিত টুর্নামেন্টের টিকিট বিক্রি।
আইসিসি এই বছর এমন মূল্য নির্ধারণ করেছে যাতে ভৌগোলিক বা আর্থিক সীমাবদ্ধতা কোনো ভক্তের ক্রিকেট উপভোগের পথে বাধা না হয়। আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন, ‘‘আমাদের লক্ষ্য পরিষ্কার- আর্থিক সামর্থ্য নির্বিশেষে প্রত্যেক ভক্তের বিশ্বকাপের অভিজ্ঞতা লাভের সুযোগ থাকা উচিত।’’
অন্যদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিত সাইকিয়া জানান, সর্বনিম্ন টিকিট মূল্য ১০০ রুপি হওয়ায় ভক্তদের মধ্যে বিশ্বকাপ নিয়ে বিপুল আগ্রহ তৈরি হয়েছে। তারা এবারের বিশ্বকাপকে দর্শক-বান্ধব ও আরামদায়ক করতে বদ্ধপরিকর।
তবে, টুর্নামেন্টের সহ-আয়োজক শ্রীলঙ্কায় সব ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০০ শ্রীলঙ্কান রুপি।
ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হতে চলা ২০ দলীয় এই টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি আজ (১১ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে অনলাইনে শুরু হয়েছে। আগ্রহী দর্শকরা tickets.cricketworldcup.com ওয়েবসাইটে গিয়ে টিকিট কিনতে পারবেন।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামছে বেশ কয়েকটি শক্তিশালী দল পাকিস্তান বনাম নেদারল্যান্ডস এবং ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ। সাধ্যের মধ্যে এই টিকিট মূল্যের কারণে স্টেডিয়ামগুলোতে বিপুল দর্শক সমাগম আশা করছে আইসিসি।
ঢাকা/আমিনুল