ঢাকা     বুধবার   ১০ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কূটনৈতিক পাসপোর্ট ও সম্পদ বিবরণী জমা দিয়েছেন আসিফ মাহমুদ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৩, ১০ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৮:৩৫, ১০ ডিসেম্বর ২০২৫
কূটনৈতিক পাসপোর্ট ও সম্পদ বিবরণী জমা দিয়েছেন আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নির্বাচনে অংশগ্রহণের প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি নিজের কূটনৈতিক পাসপোর্ট এবং সম্পদ বিবরণী জমা দিয়েছেন। 

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেছেন, আমি আজ সকালেই সম্পদের বিবরণী জমা দিয়েছি। কূটনৈতিক পাসপোর্টও বাতিল করেছি।

তিনি জানান, পদত্যাগ-সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেই জানানো হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নেওয়ার ডাক পেয়েছেন বলেও জানিয়েছেন আসিফ মাহমুদ। 

কোন দল থেকে নির্বাচন
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানিয়েছেন, কোন রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশ নেবেন, তা পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা 
২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় সংঘটিত গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূইয়া। ওই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার গঠনের শুরুতে আসিফ মাহমুদ শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন। পরে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব বাদ দিয়ে তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

বর্তমানে উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা ছাড়াও ২২ জন উপদেষ্টা আছেন। আসিফ মাহমুদ পদত্যাগ করলে উপদেষ্টার সংখ্যা কমে দাঁড়াবে ২১-এ। প্রধান উপদেষ্টা পাঁচটি মন্ত্রণালয় দেখভাল করছেন। অধিকাংশ উপদেষ্টা একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন।

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়