পাচানীর সংঘর্ষে পিস্তল চালানো কে এই মাহি ও জিয়া
নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পাচানী এলাকায় এক সংঘাতের মধ্যে মাহি ও জিয়া গুলি চালান।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পাচানী এলাকায় স্থানীয় সন্ত্রাসী মফিজুল ইসলাম মাহি এবং তার সহযোগী মাইদুল ইসলাম জিয়াকে পিস্তল উঁচিয়ে গুলি করতে দেখা গেছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে সোনারগাঁও উপজেলার পাচানী এলাকায় এক সংঘাতের মধ্যে মাহি ও জিয়া গুলি চালান। এই দুজনের নাম স্থানীয়দের মুখে মুখে শোনা যায়। সবাই তাদের চিহ্নিত সন্ত্রাসী হিসেবে চেনে।
মাহির নামে অস্ত্রের ঝনঝানানির কথা পাচানী এলাকার সবাই কম-বেশি জানে। পাচানীর মৃত দরবেশ আলীর ছেলে মাহির সহযোগী জিয়াও দুর্ধর্ষ অস্ত্রধারী হিসেবে পরিচিত।
এলাকাবাসী জানান, পাচানীর আওয়ামী লীগ নেতা হামিদ আলী ও কুরবানপুর এলাকার রাসেল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই তারা সংঘর্ষে জড়ায়। এক পক্ষের হয়ে মাহি ও জিয়াকে অস্ত্র হাতে সংঘাতে নেতৃত্ব দিতে দেখা যায়।
এই অস্ত্রধারী মাহি ও জিয়া আওয়ামী লীগ নেতা হামিদ গ্রুপের দুর্ধর্ষ সদস্য, যাদেরকে পাচানীর ত্রাস বলা হয়। এই গ্রুপের নামে মামলাও রয়েছে।
বুধবার সংঘর্ষের সময়ও মাহি ও জিয়া প্রকাশ্যে অস্ত্রের ব্যবহার করেছেন। এতে পাচানী এলাকায় আবার আতঙ্ক তৈরি হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহ বলেন, “এই বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। আমরা ভিডিওটির বিষয়ে খোঁজ নিচ্ছি।”
ঢাকা/অনিক/রাসেল