ঢাকা     বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝালকাঠিতে বুদ্ধিপ্রতিবন্ধী অন্তঃসত্ত্বাকে ধর্ষণের অভিযোগে আটক চার

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:২৫, ২৯ জানুয়ারি ২০২৬  
ঝালকাঠিতে বুদ্ধিপ্রতিবন্ধী অন্তঃসত্ত্বাকে ধর্ষণের অভিযোগে আটক চার

ঝালকাঠির রাজাপুরে সাত মাসের বুদ্ধিপ্রতিবন্ধী গর্ভবতী নারীকে ধর্ষণের অভিযোগে চার তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া চারজন হলেন, রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর এলাকার মৃত মোকছেদ আলী সিকদারের ছেলে মো. রাসেল সিকদার (২৩), মো. জাকির হোসেন খানের ছেলে মো. রাহাত হোসেন খান (১৯), আব্দুল হক ব্যাপারীর ছেলে মো. জহির রায়হান ব্যাপারী (২০) এবং মো. বেল্লাল হোসেন হাওলাদারের ছেলে মো. সাগর হোসেন হাওলাদার (২০)।

আরো পড়ুন:

মামলার বিবরণের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ২২ বছর বয়সি বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূকে কয়েক তরুণ জোরপূর্বক বাড়ির উঠান থেকে তুলে নেয়। কাছেই আরেকটি পরিত্যক্ত বাড়ির পেছনে নিয়ে তাকে ধর্ষণ করে তারা।

পুলিশ আরো জানায়, ভিকটিম সাত মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছে তার পরিবার। এই ঘটনায় তার স্বামী বুধবার বিকেলে রাজাপুর থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে স্থানীয় চারজনকে ধরা হয়েছে। 

রাজাপুর থানার ওসি মো. নজরুল ইসলাম বুধবার (২৮ জানুয়ারি) রাতে বলেন, এঘটনায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। ওই নারীকে ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। মেডিকেল প্রতিবেদনের পর প্রকৃত ঘটনা জানা যাবে। 

গ্রেপ্তার চার তরুণকে আদালতে পাঠানো হয়েছে, জানান ওসি নজরুল।

ঢাকা/অলোক/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়