বগুড়ায় ছুরিকাঘাতে বেদে যুবক নিহত
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শাকিল
বগুড়ার গাবতলীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাকিল (২৫) নামের এক বেদে যুবক নিহত হয়েছেন। এ সময় এক নারীসহ দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের বেদে পল্লিতে এ হামলা হয়।
পুলিশ ও বেদে পল্লির বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোররাতে রাশেদ নামের এক স্থানীয় যুবক পল্লিতে গিয়ে বেদেদের ঘরের পলিথিন কাটার চেষ্টা করছিলেন। বেদে পল্লির লোকজন তাকে ধরে আটকে রাখে। সকালে ওই যুবকের স্বজনরা সেখানে গিয়ে হামলা চালিয়ে তাকে ছাড়িয়ে আনার চেষ্টা করে। এ সময় বেদে পল্লির লোকজন বাধা দিলে তাদেরকে ছুরিকাঘাত করা হয়। এতে তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পথে শাকিলের মৃত্যু হয়।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বলেছেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বেদে পল্লির লোকজন বিশু নামের এক যুবকের মা ও বোনকে আটকে রেখেছিলেন। তাদেরকে আমরা থানা হেফাজতে নিয়েছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি।
ঢাকা/এনাম/রফিক