লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
বুলবুল চৌধুরী, ঢামেক প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজধানীর লালবাগ চৌরাস্তা মোড়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. রিয়াদ নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে এই ঘটনা ঘটে।
পথচারী মোহাম্মদ ফাহিমসহ স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রিয়াদকে দ্রুত উদ্ধার করে রাত সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কে বা কারা এ হামলা চালিয়েছে, উদ্ধারকারী পথচারীরা তা জানাতে পারেননি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
নিহত রিয়াদ লালবাগের স্থায়ী বাসিন্দা মো. সালাম, বর্তমানে লালবাগ শহীদ নগর আট নম্বর পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। এক বছর বয়সী একটি ছেলের জনক ছিলেন।
ঢাকা/এসবি