৭ উইকেটের হারে টি-টোয়েন্টি সিরিজ শুরু
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বাংলাদেশ: ১৫৪/৫ (২০ ওভার)
শ্রীলঙ্কা: ১৫৯/৩ (১৯ ওভার)
ফল: শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী
৬ বল আগে ৭ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৭৩ রান করেন কুশল মেন্ডিস। তার হাতে উঠে ম্যাচ সেরার পুরস্কার। ৪২ রান করেন নিসাংকা। দুজনের ওপেনিং জুটি থেকে আসে ৭৮ রান। এই জুটিই ম্যাচের ভিত গড়ে দেয়। শেষ দিকে অপরাজিত থাকেন আভিসষ্কা ১১ ও আসালাংকা ৮ রানে। ১টি করে উইকেট নেন সাইফউদ্দিন, মিরাজ ও রিশাদ।
মেন্ডিসের ফিফটির পর পেরেরার বিদায়
মাত্র ৩১ বলে ফিফটি করেন কুশল মেন্ডিস। নিসাংকার সঙ্গে ৭৮ রানের জুটিতে খেলার মোড় শুরুতেই ঘুরিয়ে দেন এই ব্যাটার। তার ফিফটির পর সাজঘরে ফেরেন পেরেরা। রিশাদকে সুইপ করতে গিয়ে বল তুলে দেন আকাশে। ২৫ বলে ২৪ রান করেন তিনি। ক্রিজে কুশলের সঙ্গী আভিষ্কা।
একশ পেরিয়ে এগোচ্ছে শ্রীলঙ্কা
মাত্র ৯ ওভারে শতরান পেরিয়ে যায় শ্রীলঙ্কা। যেখানে বাংলাদেশের লেগেছে ১৪.৫ ওভার। কুশল মেন্ডিস-কুশল পেরেরা ব্যাট করছেন। দুজনের জুটি থেকে এখন পর্যন্ত আসে
জুটি ভাঙলেন মিরাজ
দুই ওপেনার নিসাঙ্কা-কুশল ঝড়ো শুরু করেন। প্রথম চার ওভারে দুজনে তোলেন ৬৪ রান। পঞ্চম ওভারে দুই ছক্কা হজমের পর নিসাঙ্কাকে থামান মিরাজ। তার ব্যাট থেকে আসে ১৬ বলে ৪২ রান। ৫ ওভারে ৭৮ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। পাওয়ার প্লেতে তারা তোলে ৮৩ রান। ক্রিজে কুশলের সঙ্গী পেরেরা।
১৫৫ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
শেষে নাইম-শামীমের ৯ বলে ১৯ রানের জুটিতে দেড়শর বেশি লক্ষ্য দিতে পারে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ থামে ৫ উইকেটে ১৫৪ রান করে। নাঈম ৩২ ও শামীম ১৪ রানে অপরাজিত ছিলেন। এর আগে নাইম-মিরাজ জুটি থেকে আসে ৩৬ বলে ৪৬ রান। মিরাজ ২৯ রানে আউট হলে ভাঙে এই জুটি। বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। ৩০ বলে আসে ৪৬ রান। সর্বোচ্চ ৩৮ রান করেন ইমন। এরপর লিটন-হৃদয়রা হাল ধরতে পারেননি। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন থিকশানা।
বাংলাদেশের একশ
শানাকাকে চার মেরে বাংলাদেশের স্কোর একশ পার করেন মিরাজ। ১৪.৪ ওভারে বাংলাদেশ শতরান পার করে। সঙ্গী নাঈমের সঙ্গে জুটি গড়ে এগোচ্ছেন মিরাজ। দুজনের জুটি থেকে এখন পর্যন্ত আসে ১২ বলে ৩২ রান।
পারলেন না হৃদয়
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ফিফটি করলেও হৃদয় ম্যাচের সঙ্গে তাল মিলিয়ে খেলতে পারেননি। টি-টোয়েন্টি সিরিজের শুরুটা হলো ব্যর্থতা দিয়ে। ১৩ বলে ১০ রান করে শানাকার শিকার হয়ে ফেরেন সাজঘরে। ক্রিজে লড়ছেন নাঈম-মিরাজ।
লিটনের পর ইমন
শুরু থেকে লিটন ছিলেন নড়বড়ে। ইনিংস আর লম্বা করতে পারলেন না। বন্দরসেকে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউর শিকার হন। রিভিউ নিয়েও লাভ হয়নি। ১১ বলে ৬ রানে বিদায় নেন বাংলাদেশ অধিনায়ক। তার আউটের পরের ওভারেই ফেরেন দারুণ ছন্দে থাকা ইমন। থিকশানাকে ছক্কা মারতে গিয়ে ধরা পড়েন লং অনে। তার ব্যাট থেকে আসে ২২ বলে ৩৮। ৫টি চার ও ১টি ছয়ে ইনিংসটি সাজান। ক্রিজে দুই নতুন ব্যাটার নাঈম-হৃদয়।
ইমন ঝড়ে পাওয়ার প্লেতে বাংলাদেশের ৫৪
পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৫৪ রান। এতে ইমনের অবদানই বেশি। তার ব্যাট থেকে আসে ১৬ বলে ৩৫ রান। ক্রিজে তার সঙ্গে আছেন অধিনায়ক লিটন। আগের ওভারেই ফেরেন তানজীদ। তিনি শুরু থেকে ধীর গতিতে এগোচ্ছিলেন। ১৬ বলে ১৬ রান আসে তার ব্যাট থেকে। থিকশানার লো ফুলটস বলে টাইমিংয়ে গড়বড় করে সাজঘরে ফেরেন।
ব্যাটিংয়ে বাংলাদেশ
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ শ্রীলঙ্কা। এই ম্যাচে টস হেরে ব্যাটিং করবে বাংলাদেশ। সন্ধ্যা ৭টায় খেলাটি শুরু হবে।
তিন বছর পর নাঈম
নাঈম শেখ বাংলাদেশের জার্সিতে সবশেষ ম্যাচ খেলেন ২০২২ সালের আগস্টে। মাঝে তিন বছর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে জায়গা পাননি এই ব্যাটার।
বাংলাদেশ একাদশ
বাংলাদেশ নেমেছে একাদশে তিন পরিবর্তন নিয়ে। সবশেষ পাকিস্তানের বিপক্ষে খেলা ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন জাকের আলী, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। একাদশে ফেরেন নাঈম শেখ, সাইফ উদ্দিন ও তাসকিন আহমেদ।
একাদশে যারা লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কা একাদশ
পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, চারিত আসালঙ্কা, দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, জেফরি ভ্যান্ডারসে, মহিশ তিকসানা, নুয়ান তুষারা ও বিনুরা ফার্নান্দো।
ঢাকা/রিয়াদ