ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাইব্রেকারে শ্বাসরুদ্ধকর জয় তুলে ব্রাজিল চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ৩ আগস্ট ২০২৫   আপডেট: ১২:৫৯, ৩ আগস্ট ২০২৫
টাইব্রেকারে শ্বাসরুদ্ধকর জয় তুলে ব্রাজিল চ্যাম্পিয়ন

আট গোলের নাটকীয় লড়াই, অতিরিক্ত সময়ের রুদ্ধশ্বাস পালাবদল এবং শেষে টাইব্রেকারে নির্ভুল লক্ষভেদ; সবশেষে নারীদের কোপা আমেরিকার শিরোপা আবারও উঠল ব্রাজিলের হাতে। কলম্বিয়াকে ৫-৪ গোলে হারিয়ে নবমবারের মতো এই মর্যাদাপূর্ণ ট্রফি নিজেদের করে নিল সেলেসও মেয়েরা।

এটি ছিল কোপা আমেরিকা ফেমেনিনার দশম আসর। যার নয়টিতেই শিরোপা জিতে একচেটিয়া আধিপত্য ধরে রাখল ব্রাজিল। তবে এবারের শিরোপাজয় শুধু সংখ্যার হিসেবে নয়, আবেগ আর ইতিহাসেও দাগ কেটে গেল। আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দিয়ে ফের ফেরা কিংবদন্তি মার্তা ভিয়েইরা দা সিলভার জন্য এটি ছিল এক প্রাপ্তির ম্যাচ।

আরো পড়ুন:

শুরুটা থেকেই ম্যাচে ছিল দারুণ উত্তেজনা। কলম্বিয়া প্রথমবারের মতো কোপার শিরোপার দ্বারপ্রান্তে চলে গিয়েছিল। ম্যাচের একপর্যায়ে ৩-২ ব্যবধানে এগিয়েও যায় তারা। কিন্তু ইনজুরি সময়ের শেষ মুহূর্তে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান আলোচিত মার্তা। অতিরিক্ত সময়েও থামেননি তিনি। এবার গোল করে দলকে ৪-৩ তে এগিয়ে দেন। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। লেসি সান্তোস গোল করে কলম্বিয়াকে ফেরিয়ে দেন ম্যাচে।

গোল ব্যবধান সমান থাকায় নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে খেলা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে শুরু থেকেই চাপ ছিল তুঙ্গে। মার্তা নিজে একটি পেনাল্টি মিস করলেও তার সতীর্থরা সেটি পুষিয়ে দেন। পাঁচ শট শেষে দু’দল ছিল ৩-৩ গোলে সমানে সমান। এরপর সাডেন ডেথে সফল হয় ব্রাজিল, ব্যর্থ হয় কলম্বিয়া। আর তাতেই নিশ্চিত হয় সেলেসাওদের নবম কোপা শিরোপা।

ব্রাজিলের হয়ে গোল করেন অ্যাঞ্জেলিনা আলনসো, আমান্দা গুতেয়াস এবং মার্তা দুটি। কলম্বিয়ার হয়ে গোলের তালিকায় ছিলেন লিন্দা কাইসেদো, মায়রা রমিরেজ, লেসি সান্তোস ও একটি আত্মঘাতী গোল করেন তারসিয়ানে।

টানা পঞ্চমবারের মতো কোপা আমেরিকা জিতে এক অনন্য কীর্তি গড়ল ব্রাজিল নারী দল। অপরাজিত থেকেই তারা শেষ করল আসরটি। তবে এবারের জয় শুধু ট্রফি জেতার নয়, বরং ফিরে আসা এক কিংবদন্তির মঞ্চে আবারও আলো ছড়ানোর গল্প হয়ে থাকবে দীর্ঘদিন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়