ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সূর্যকুমারের ডরহীন অধিনায়কত্বে এশিয়া কাপ জিতবে ভারত, বিশ্বাস শেবাগের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০১, ২৩ আগস্ট ২০২৫   আপডেট: ১৩:০২, ২৩ আগস্ট ২০২৫
সূর্যকুমারের ডরহীন অধিনায়কত্বে এশিয়া কাপ জিতবে ভারত, বিশ্বাস শেবাগের

এশিয়া কাপ এর আগে অনেকবারই জিতেছে ভারত। ওয়ানডে ফরম‌্যাট তো বটেই টি-টোয়েন্টি ফরম‌্যাটেও এশিয়ার রাজা হয়েছে তারা। আগামী মাসেই এশিয়ার দলগুলোর ব‌্যাট-বলের যুদ্ধ শুরু হবে সংযুক্ত আরব আমিরাতে। 

আট দলের এই আসরের অফিসিয়াল আয়োজক ভারত। নানা জটিলতায় মহাদেশীয় এই দ্বৈরথ তারা আয়োজন করছে সংযুক্ত আরব আমিরাতে। এবারের শিরোপাও ভারত জিতবে বলে আশাবাদী দলটির সাবেক অধিনায়ক বীরেন্দ্র শেবাগ। তার বিশ্বাস, সূর্যকুমার যাদবের ভয়-ডরহীন অধিনায়কত্বে এশিয়া কাপের শিরোপা ভারতই জিতবে। দ‌্য হিন্দুকে এমন আশার কথা বলেছেন তিনি।  

আরো পড়ুন:

বীরেন্দ্র শেবাগ বলেছেন, “এই ভারতীয় দলে তারুণ্য এবং অভিজ্ঞতার সঠিক মিশ্রণ আছে এবং সূর্যের নির্ভীক নেতৃত্বে তারা আবারও এশিয়ায় আধিপত্য বিস্তার করতে পারে। তার আক্রমণাত্মক মানসিকতা টি-টোয়েন্টি ফরম‌্যাটের সাথে পুরোপুরি মানানসই। যদি দলটি একই লক্ষ্য নিয়ে খেলে, তাহলে আমার কোনো সন্দেহ নেই যে, ভারত ট্রফি ঘরে তুলতে পারবে।”

বাণিজ‌্যিক লাভের জন‌্য ভারত ও পাকিস্তানকে এবারও একই গ্রুপে রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যদি দুই দল ফাইনালে ওঠে, আরো দুইবার তারা মুখোমুখি হবে ২২ গজে। 

এক মাস পর ভারত আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে। ৯ সেপ্টেম্বর তাদের প্রথম ম‌্যাচ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

এশিয়া কাপের আয়োজন নিয়ে শেবাগ বলেছেন, “এই আয়োজন ভারতীয় ক্রিকেট দলের প্রচারণা, ভারতীয় ক্রিকেটের হৃদস্পন্দনকে সুন্দরভাবে জীবন্ত করে তুলেছে। আপনি দেশের যে অংশেরই হোন না কেন, ভারত যখন খেলে, তখন আবেগ আমাদের একত্রিত করে। আমি ছবিতেও (এশিয়া কাপের প্রচারণা) সেই একই আবেগ অনুভব করতে পেরেছি। এই সংযোগই ক্রিকেটকে এত শক্তিশালী করে তোলে।”

১৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান। এই গ্রুপের চতুর্থ দল ওমান।

ঢাকা/ইয়াসিন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়