ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

র‍্যাংকিংয়ে ১৭ ধাপ এগিয়ে সেরা বিশে সাইফ, নাসুমের ৮৭ ধাপ উন্নতি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ৮ অক্টোবর ২০২৫   আপডেট: ১৬:৪৮, ৮ অক্টোবর ২০২৫
র‍্যাংকিংয়ে ১৭ ধাপ এগিয়ে সেরা বিশে সাইফ, নাসুমের ৮৭ ধাপ উন্নতি

সময়টা খুব ভালো যাচ্ছে সাইফ হাসানের। ব্যাট হাতে নিয়মিত রান করে উড়ছেন তিনি। এশিয়া কাপ ও আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্সে প্রথমবারের মতো টি-টোয়েন্টি  র‍্যাংকিংয়ে সেরা বিশে ঢুকেছেন তিনি। ১৭ ধাপ এগিয়ে ১৮তম স্থানে আছেন তিনি। তার রেটিং পয়েন্ট ৬২৪।

তবে সবচেয়ে বড় লাফ দিয়েছেন নাসুম আহমেদ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ সেরা নির্বাচিত হওয়া স্পিনার নাসুম ৮৭ ধাপ এগিয়েছেন। ৫২৫ রেটিং পয়েন্ট নিয়ে ৪৪তম স্থানে আছেন তিনি। পুরুষ ক্রিকেটারদের র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার (০৮ অক্টোবর) প্রকাশ করে আইসিসি।

আরো পড়ুন:

এশিয়া কাপে ভালো করার পর আগফানিস্তানের বিপক্ষে সাইফের শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে ডাক মারেন। পরের ম্যাচে করে ১৮ রান। তবে শেষ ম্যাচে ৭ ছক্কায় ৩৮ বলে ৬৪ রান করেন। ভালো করার পুরস্কার হিসেবে র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন তিনি।

এছাড়া ব্যাটসম্যানদের তালিকায় উন্নতি হয়েছে দুই বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের। ৬ ধাপ এগিয়ে এখন ৩৭ নম্বরে তামিম। আর ১৮ ধাপ লাফিয়ে ৫৩ নম্বরে ইমন। অবনমন হয়েছে তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস ও জাকের আলির। র‍্যাংকিংয়ে ২ ধাপ করে তারা পিছিয়েছেন। জাকের আলি নেমে গেছেন ৩ ধাপ।

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার সিরিজে নাসুম ছিলেন সেরা। ৫ উইকেট নেন তিনি। রান দেন ওভারপ্রতি ৫.৫৮ করে। সেই পুরস্কার পেয়েছেন র‍্যাংকিংয়ে। পেসার তানজিম হাসান সাকিব এখন ৯ ধাপ এগিয়ে ৩৩ নম্বরে। ২১ ধাপ উন্নতি করা শরিফুল ইসলামের অবস্থান রোস্টন চেইসের সঙ্গে যৌথভাবে ৪৯তম। বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা অবস্থানে মোস্তাফিজুর রহমান। দ্বাদশ স্থানে আছেন তিনি।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়