ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিষেক ঝড়ে খুলনা ফাইনালে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৬, ৯ অক্টোবর ২০২৫  
অভিষেক ঝড়ে খুলনা ফাইনালে

আগের ম্যাচেই তার টি-টোয়েন্টি অভিষেক। বলার মত তেমন কিছু করতে পারেননি৷ খুলনা তার উপর ভরসা রেখেছিল। প্রথম কোয়ালিফায়ারে তাকে নিয়েই মাঠে নামে দলটি। সেই ভরসার প্রমাণ দিলেন অভিষেক।

১১ বলে ২৭ রানের ঝড়ো এক ইনিংস খেলে দলকে ফাইনালে নিয়ে গেছেন তিনি৷ তাকে সঙ্গ দিয়ে নাহিদুল ইসলাম ৯ বলে করেন ২১ রান। দুজনের শেষ লড়াইয়ে খুলনা ৪ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম বিভাগকে৷

আরো পড়ুন:

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রাম ৬ উইকেটে ১৪৮ রান করে। বৃষ্টি আইনে ৯ ওভার ৭৮ রানের টার্গেট পায় খুলনা। কিন্তু টপ ও মিডল অর্ডারের চরম ব্যাটিং ব্যর্থতায় ৫.১ ওভারে ৩০ রান তুলতে ৬ উইকেট হারায়। খুলনা সেখানে ম্যাচ প্রায় ছেড়েই দিয়েছিল। কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়ে নাহিদ ও অভিষেক দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

প্রতি আক্রমণে গিয়ে দুজনের বিস্ফোরক জুটিতে খুলনা পৌঁছে গেছে শিরোপার থেকে এক পা দূরে। যৌথভাবে দুজনই হয়েছেন ম্যাচের নায়ক। চট্টগ্রামের হয়ে বল হাতে ২টি করে উইকেট নেন আহমেদ শরীফ ও হাসান মুরাদ।

এর আগে ব্যাটিংয়ে তাদের হাল ধরেন ইরফান শুক্কুর ও ইয়াসির আলী। ৬২ রানে ৪ উইকেট হারানো চট্টগ্রামকে পথ দেখান তারা। ইয়াসির সর্বোচ্চ ৪৫ রান করেন। ৩৭ বলে ইনিংসটি সাজান ২টি করে চার ও ছক্কায়। শুক্কুর ৩৩ বলে ৩৯ রান করেন ৪টি চার ও ১ ছক্কায়। এছাড়া দিপু ২৫ রান করেন। আগের দিন সেঞ্চুরি পাওয়া জয় ১ রানের বেশি করতে পারেননি।

বোলিংয়েও অবদান রাখেন অভিষেক ও নাহিদুল। নাহিদুল ২৩ রানে নেন ১ উইকেট। উইকেট না পেলেও অভিষেক ২৩ রানের বেশি দেননি।

চট্টগ্রাম ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ পাবে। দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের প্রতিপক্ষ রংপুর বিভাগ। আগামীকালই ম্যাচটি সিলেটে অনুষ্ঠিত হবে।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়