ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাসিরের ফিফটিতে ফাইনালে রংপুর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৪, ১০ অক্টোবর ২০২৫   আপডেট: ২২:৫৭, ১০ অক্টোবর ২০২৫
নাসিরের ফিফটিতে ফাইনালে রংপুর

জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রাম বিভাগকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে রংপুর বিভাগ।

আজ শুক্রবার (১০ অক্টোবর) রাতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রাম আগে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৭১ রান করে জয় নিশ্চিত করে রংপুর।

আরো পড়ুন:

রংপুরের হয়ে ফিফটি হাঁকিয়েছেন নাসির হোসেন। তিনি ৪১ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ৫৪ রানের ইনিংস খেলেন। অধিনায়ক আকবর আলী ২১ বলে ১টি চার ও ৩ ছক্কায় করেন ৪০ রান। আর জাহিদ জাভেদ ৩ চার ও ১ ছক্কায় করেন ৩৫ রান।

বল হাতে চট্টগ্রামের মুমিনুল হক ১ ওভারে ৭ রান দিয়ে ২টি ও হাসান মুরাদ ৪ ওভারে ৩০ রান দিয়ে ২টি উইকেট নেন।

তার আগে চটগ্রাম ব্যাট করতে নেমে ৭৯ রানে হারিয়েছিল ৩ উইকেট। সেখান থেকে সাদিকুর রহমান ও ইয়াসির আলী চৌধুরী জোড়া ফিফটি করেন চতুর্থ উইকেট জুটিতে। তাদের জুটিতে ভর করে চট্টগ্রাম ১৬৭ রান তুলেছিল। ইয়াসির ২৭ বলে ৫টি চার ও ২ ছক্কায় অপরাজিত ৫৩ রানের ইনিংস খেললেও সাদিকুর বল বেশি খরচ করেন। তিনি ৪৮ বলে ৩ চার ও ১ ছক্কায় করেন অপরাজিত ৫৮ রান। এছাড়া মাহমুদুল হাসান জয় ২৭ বলে ২৮ রান করেন। 

রংপুরের এনামুল হক ও আলাউদ্দিন বাবু ১টি করে উইকেট নেন। ম্যাচসেরা হন নাসির হোসেন।

রবিবার ফাইনালে খুলনার মুখোমুখি হবে রংপুর।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়