ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেঞ্চুরির জবাবে সেঞ্চুরি, ইকবালের ৫ উইকেটে বাংলাদেশের জয়

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৮, ২৮ অক্টোবর ২০২৫   আপডেট: ১৮:১৫, ২৮ অক্টোবর ২০২৫
সেঞ্চুরির জবাবে সেঞ্চুরি, ইকবালের ৫ উইকেটে বাংলাদেশের জয়

লক্ষ‌্যের পথে দারুণভাবে ছুটতে থাকা বাংলাদেশ প্রতিপক্ষকে চোখ রাঙানি দিচ্ছিল বড় জয়ের। কিন্তু হঠাৎ ছন্দ হারিয়ে খানিকটা পিছিয়ে পড়ে স্বাগতিকরা। তবুও জয় ছিল নাগালে। 

আফগানিস্তানের দেওয়া ২৬৬ রানের টার্গেট ছুঁতে হাতে ৬ উইকেট রেখে শেষ ২৪ দলে দরকার ৩৫ রান। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে তখন শেষ রোমাঞ্চের অপেক্ষা। নখ কামড়ানো ম‌্যাচ দেখার অপেক্ষায় গোটা গ‌্যালারি। কিন্তু সব উৎসবে জল ঢেলে দেয় আলোর স্বল্পতা। পর্যাপ্ত আলোর অভাবে ম‌্যাচ পরিচালনা করতে পারেননি আম্পায়াররা। 

আরো পড়ুন:

তাতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের মন খারাপ হয়েছে। ডি/এল ম‌্যাথডে ৫ রানে এগিয়ে থাকায় বাংলাদেশ জিতে নেয় ম‌্যাচ। আলোর স্বল্পতার কারণে দুই দলের লড়াইয়ের শেষটা জমে না উঠলেও এর আগ পর্যন্ত লড়াইটা হয়েছে সেয়ানে সেয়ানে। 

আফগানিস্তানের ব‌্যাটসম‌্যান উজাইরুল্লাহ নিয়াজাই ১৪০ রানের ইনিংস খেলে দলের হয়ে একাই লড়াই করেন। জবাবে বাংলাদেশের কালাম সিদ্দিকী করেন ১০১ রান। দলের আরেক তারকা ব‌্যাটসম‌্যান রিজান হোসেন অপরাজিত ছিলেন ৭৫ রানে। মূলত তার ব‌্যাটেই বাংলাদেশ জয়ের ছবি আঁকছিল। 

বাংলাদেশ জিতলেও শেষের রোমাঞ্চটা দেখা হয়নি। এ ম‌্যাচে বাংলাদেশের জয়ের নায়ক পেসার ইকবাল হোসেন হোসেন। দ্রুত গতির বোলার ৫৭ রানে ৫ উইকেট নিয়ে আফগান শিবিরে কাঁপন ধরান। তার বোলিংয়ে পরাস্ত হয়ে শেষের দিকের অতিথি ব‌্যাটসম‌্যানরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। 

১৪০ রানে অপরাজিত থাকা উজাইরুল্লাহ ১৬ চার ও ১ ছক্কায় সাজান ইনিংসটি। বাংলাদেশের সেঞ্চুরিয়ান কালাম ১১৯ বলে ১১ চারে করেন ১০১ রান। বাংলাদেশের অধিনায়ক আজিজুল রানের খাতা খুলতে পারেননি। রিফাত বেগ করেন ২৬ রান। 

একই মাঠে ৩১ অক্টোবর সিরিজের দ্বিতীয় ম‌্যাচ অনুষ্ঠিত হবে।

ঢাকা/ইয়াসিন 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়