ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রোনালদোর ওজন ৮০০ কেজি!

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ২২ ডিসেম্বর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোনালদোর ওজন ৮০০ কেজি!

নিজের মূর্তির সামনে রোনালদো

ক্রীড়া ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বসেরা ফুটবল তারকা। তার ওজন কত হতে পারে? একেকজন একেক অনুমান করতে পারেন। যদি বলা হয় রোনালদোর ওজন ৮০০ কেজি! এটা হয়তো অনেকেই বিশ্বাস করতে চাইবেন না। কারণ, খেলোয়াড়রা সাধারণত স্বাস্থ্যসচেতন হন। অন্তত অতিরিক্ত ওজন নিয়ে ফুটবল খেলা যায় না। তবে কেউ বিশ্বাস করুক আর নাই করুক, ক্রিস্টিয়ানো রোনালদোর ওজন ৮০০ কেজি।

তবে এটা রক্ত-মাংসে গড়া ক্রিস্টিয়ানো রোনালদোর ওজন নয়। রিয়াল মাদ্রিদ তারকার জন্মভূমি পর্তুগালের মাদেইরা দ্বীপপুঞ্জের রাজধানী ফানচাল শহরে নির্মিত তার ব্রোঞ্জের মূর্তির ওজন ৮০০ কেজি। শুধু তাই নয়, উচ্চতাও অবিশ্বাস্য, প্রায় ১১ ফুট।

মূর্তিটি রোনালদোর জন্য অনেক সম্মানের। কারণ, এ শহরেই বেড়ে উঠেছেন তিনি। পড়াশুনা করেছিলেন এ শহরেই। এ শহরের অলিগলিতে তার শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর সেখানেই তার মূর্তি তৈরি করা হয়েছে।


মূলত মূর্তিটি ফানচাল শহরে অবস্থিত তার সম্মানে তৈরি যাদুঘরের অংশ বিশেষ। তার অর্জনসমূহ নিয়ে তৈরি যাদুঘরের বাইরে এটি তৈরি করা হয়েছে। এই স্থানটিতে রোনালদোর যাদুঘর থাকায় পর্যটন শিল্প বিকশিত হয়েছে।

রোববার মূর্তিটি উন্মোচন করেন রোনালদো। সেখানে তিনি এক বক্তব্যে বলেন, ‘যেখানে আমার জন্ম, বেড়ে ওঠা, সেই ফানচা শহরে আবার ফিরে আসাটা আমার জন্য বিরাট সম্মানের। এখানেই আমার শৈশব কেটেছে। কৈশোর কেটেছে। এখানে আমি পড়াশোনা করেছি। এখান থেকেই ফুটবল খেলা শুরু করেছিলাম। এই মূর্তির গুরুত্ব আমার কাছে অনেক। ফানচাল শহরে, আমাদের মানুষের কাছে ফিরে আসার সুযোগ দেওয়ায় আমি গর্বিত।’

মূর্তি উন্মোচন অনুষ্ঠানে মাদেইরার প্রাদেশিক সরকার বিশেষ মেডেল দিয়ে রোনালদোকে সম্মাননা জানায়।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ ডিসেম্বর ২০১৪/আমিনুল/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়