ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শরীফের ছয় উইকেট ও রনির সেঞ্চুরি

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৮, ২৫ জানুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শরীফের ছয় উইকেট ও রনির সেঞ্চুরি

উইকেট শিকারের পর মোহাম্মদ শরীফকে ঘিরে সতীর্থদের উল্লাস

ক্রীড়া প্রতিবেদক: রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ালটন ১৬তম জাতীয় ক্রিকেট লিগের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়।

মিরপুর স্টেডিয়ামে মুখোমুখি হয় লিগের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগ। ঢাকার বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন পেসার মোহাম্মদ শরীফ। এটি মোহাম্মদ শরীফের শততম প্রথম শ্রেণির ম্যাচ। প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য এই রেকর্ডটি গড়েছেন শরীফ।

প্রথম দিনই চালকের আসনে ঢাকা বিভাগ। টসে হেরে ব্যাটিং করতে নেমে বরিশাল বিভাগ মাত্র ১৩৯ রানে গুটিয়ে যায়। বল হাতে ঢাকার সেরা বোলার পেসার মোহাম্মদ শরীফ। মাত্র ২৪ রানে ৬ উইকেট নেন তিনি। এ ছাড়া ২টি উইকেট নেন শাহাদাত হোসেন। ১টি করে উইকেট নেন শুভাগত হোম ও নাজমুল অপু।

 


রাইজিংবিডি/ঢাকা/২৫ জানুয়ারি ২০১৫/ইয়াসিন/নেছার

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়